X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি তুঙ্গে

শফিকুল ইসলাম
২০ ডিসেম্বর ২০১৯, ১০:০৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১০:১০

আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি তুঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট লোকজন দিনরাত কাজ করছেন। দেশের নামিদামি প্রতিষ্ঠানগুলো নিজেদের নামে বরাদ্দ পাওয়া স্টল সাজাতে ব্যস্ত। একইসঙ্গে রফতানি উন্নয়ন ব্যুরো,বাণিজ্য মন্ত্রণালয়,ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও ব্যস্ত সময় পার করছেন। মেলার মাঠ ঘুরে এসব তথ্য জানা গেছে।    

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের প্রথম দিন ১ জানুয়ারি পর্দা উঠবে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগের দিন ৩১ ডিসেম্বর বিকালে মেলার পুরো আয়োজন সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বাণিজ্যমন্ত্রী।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি তুঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এবারের বাণিজ্য মেলাকে দৃষ্টি নন্দন করতে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হবে। জাতীয় স্মৃতিসৌধের আদলে বর্তমান সরকারের চলমান মেঘা প্রকল্প সন্নিবেশ করে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল গেট নির্মাণ করা হচ্ছে। স্থাপত্য অধিদফতরের নকশায় গণপূর্ত বিভাগ এ কাজটি করছে।

এরইমধ্যে ফুড স্টল, সংরক্ষিত সাধারণ স্টল, ফরেন প্যাভিলিয়ান, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল লটরির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরির কাজ চলছে। আগামী ২২ ডিসেম্বর থেকে আমন্ত্রণপত্র বিলি করা হবে বলে জানিয়েছেন ইপিবি’র পরিচালক এবং মেলা আয়োজন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রউফ। 

আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি তুঙ্গে ইপিবি’র সূত্র জানায়,  এবারের বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা ৪৪১টি। গত বছর স্টল সংখ্যা ছিল ৫৫০টি। গত বছর ২৫০টি সাধারণ স্টল থাকলেও এবছর তা কমিয়ে করা হয়েছে ৫০টি। এ পর্যন্ত ২৩৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে বিদেশি ২৬টি প্যাভিলিয়নের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫৫টি। আবেদনগুলো যাচাই-বাছাই চলছে। এপর্যন্ত চারটি ব্যাংক মেলায় বুথ স্থাপনসহ ও ব্যাংকিং কার্যক্রম চালুর আগ্রহ প্রকাশ করেছে।

এপ্রসঙ্গে জানতে চাইলে ইপিবি’র ভাইস চেয়ারম্যান (ভিসি) ফাতিমা ইয়াসমিন বলেন, ‘মেলার প্রস্তুতি চলছে। বাকি কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সম্মতি দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিন ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিাএফটিআই) উদ্বোধন করা হবে বলে আশা করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সামনে রেখে মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়নটি নতুন আঙ্গিকে নতুন ডিজাইনে নির্মাণ করা হচ্ছে।’ স্থাপত্য অধিদফতরের নকশায় গণপূর্ত বিভাগ এটি নির্মাণ করছে বলেও জানান তিনি। 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০ -এর সদস্য সচিব আবদুর রউফ বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে মেলার মাঠের সব প্রস্তুতি শেষ হবে। ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।’

তিনি জানান, এবারের মেলায় ভিন্ন আঙ্গিক আনার চেষ্টা করা হয়েছে। মেলার প্রধান ফটকেও আসবে পরিবর্তন। এছাড়া মেলার ভেতরে দর্শণার্থীদের জন্য খোলামেলা জায়গা রাখা হবে। মেলায় আসা মানুষেরা যেন পরিবার ও পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারেন। আর  মেলার দুই প্রান্তে সুন্দরবনের আদলে ইকো পার্ক করা হবে। থাকবে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার (ডিজিটাল টাচ স্ক্রিন প্রযুক্তি), এর মাধ্যমে ক্রেতা ও দর্শনার্থীরা নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন সহজেই খুঁজে বের করতে পারবেন।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি তুঙ্গে

মেলা চলাকালে কোনও সাপ্তাহিক ছুটি থাকছে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। টিকিটের মূল্য ধরা হয়েছে পূর্ণ বয়স্ক ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ৮টি প্যাভিলিয়ন ও ৬টি মিনি প্যাভিলিয়ন রিজার্ভ রাখা হয়েছে।

আবদুর রউফ বলেন, ‘অতীতের মতো এবারের মেলায়ও স্বাগতিক বাংলাদেশসহ চীন, ব্রিটেন, ভারত,পাকিস্তান,দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, রাশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, হংকং, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র তাদের পণ্য বিক্রি ও প্রদর্শনের জন্য অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

ইপিবি সূত্রে জানা গেছে, এবছর মেলায় দুটি মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক, একটি মেডিক্যাল সেন্টার ও ব্যাংকের পর্যাপ্ত এটিএম বুথ থাকবে। পলিমার পণ্য, কসমেটিকস, হারবাল, প্রসাধনী সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণ সামগ্রী, ফার্নিচার, রেডিমেড গার্মেন্ট পণ্য, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহার সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক পণ্যের স্টলও থাকবে।

এবছরও বিভিন্ন অব্যবস্থাপনা রোধে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করবেন। থাকবে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। একইসঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে মেলা প্রাঙ্গণে টহল দেবেন।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি তুঙ্গে

জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ শেষ হবে। অতীতের যেকোনও সময়ের তুলনায় এবছরের বাণিজ্য মেলা দর্শকদের কাছে আকর্ষণীয় করা হবে।  বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী সামনে রেখে মেলায় ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ আকর্ষণীয়ভাবে নির্মাণ করা হচ্ছে। মেলায় আসা দর্শনার্থীদের বসার জন্য পর্যাপ্ত খোলা জায়গা রাখা হয়েছে।’

তিনি আরও  বলেন, ‘মেলায় প্রদর্শিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে কাজ করবে সংশ্লিষ্ট বিভাগ। আইনশৃঙ্খলা বিভাগের সদস্যরাও এ কাজের সঙ্গে কোনও না কোনোভাবে যুক্ত থাকবেন। বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।’

ছবি: সাজ্জাদ হোসেন

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী