X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কমেছে ডিমের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২০, ১৯:২৮আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৯:৩২




 করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসেরই দাম বেড়েছে। তবে কমেছে ডিমের দাম। ডিমের উৎপাদন আগের মতোই, কিন্তু চাহিদা কমে যাওয়া দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন, যখন করোনা সংক্রমণের কবর আসা শুরু হয়, তখন মানুষ বেশি করে ডিম কিনে রেখেছেন। যে কারণে এখন চাহিদা কম। আর এ কারণেই ডিমের দাম কমে গেছে।

রাজধানীর গোপীবাগ এলাকার ডিম ব্যবসায়ী রাজু বলেন, গত এক মাসের ব্যবধানে প্রতি ডজনে ডিমের দাম কমেছে থেকে ২০ টাকারও বেশি। আগে প্রতি ডজন ১০০ টাকা বিক্রি করতাম। এখন ৭৫ থেকে ৮০ টাকা ডজন বিক্রি করছি।

সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসেবে গত এক মাসে ডিমের দাম কমেছে ১৫ শতাংশের মতো। টিসিবি বলছে, এক মাস আগে এক হালি (৪টি) ডিমের দাম ছিল ৩৪ টাকা। এখন সেই ডিমের দাম ২৪ টাকায় নেমে এসেছে।

এদিকে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারের তথ্য বলছে, ডিমের দাম কমলেও চাল, ডাল, সয়াবিন তেল, পেয়াঁজ, আটা, শুকনা মরিচ, আদা, রসুন, অ্যাংকর-ছোলা ও মুগ ডালের দাম বাড়ছে।

বাজার ও মানভেদে অ্যাংকর ডালের কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, এক সপ্তাহ আগে দাম ছিল ৪০ টাকা। ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে, এক সপ্তাহ আগে ছিল ৭৫ টাকা কেজি। আর মুগ ডালের দাম বেড়ে হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা। গত সপ্তাহে ১৩০ টাকাতে এক কেজি মুগ ডাল পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও অনেকেই রোজা কেন্দ্রিক কেনাকাটা শুরু করেছেন। এ কারণে ছোলা ও অ্যাংকর ডালের দাম কিছুটা বেড়েছে।

এদিকে রোজা সামনে রেখে পেঁয়াজের দামও বেড়েছে। বাজার ও মানভেদে দেশি পেঁয়াজের কেজি এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। গত সপ্তাহেও এই পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যেতো। তবে সবজির দাম আগের মতোই রয়েছে। এছাড়া করলা ৪০-৫০ টাকায়, বরবটি ৪০-৫০, শসা ২০-৩০, পেঁপে ৩০-৪০, পাকা টমেটো ২০-৪০, শিম ২০-৪০, গাজর ২০-৩০, মুলা ১৫-২০, বেগুন ২০-৪০ ও পটল ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির মতোই অনেকটাই স্থিতিশীল রয়েছে মাছের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকা কেজি দরে। পাকিস্তানি কক মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকায়। গরুর গোস্ত বিক্রি হয়েছে ৫৮০-৬০০ টাকায় এবং খাসির মাংসের কেজি ৮০০-৯৫০ টাকা।

/জিএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ