X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আগামী বছর ই-চালানে কর দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ১৯:২৫আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৪৬

আগামী বছর  ই-চালানে কর দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান আগামী বছর থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা ই-চালানে (ইলেকট্রনিক ট্রেজারি চালান) কর দিতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বৃহস্পতিবার (১৬ জুলাই) সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ভ্যাট ই-পেমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘আগামী বছর থেকে ই-চালান বাধ্যতামূলক করা হবে। অর্থ বিভাগ একটি সফটওয়্যার ডেভেলপ করছে। যাকে তারা বলছে ই-চালান। এর মাধ্যমে যে কেউ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে টাকা জমা দিতে পারবেন। জমার একটি ইলেট্রনিক ট্রেজারি চালানও পাবেন। প্রথম দিকে সাধারণ চালানের মতোই একটি চালান পাবেন, যাতে সিকিউরিটি বারকোড থাকবে। আমরা অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেছি। আমরা প্রথম অবস্থায় ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-চালান চালু করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘এ বছর কর অঞ্চল-৪, ঢাকায় প্রাথমিকভাবে পাইলটিং করা হবে। এই কর অঞ্চলের করদাতারা ই-চালানের মাধ্যমে কর পরিশোধ করার সুযোগ পাবেন। জমার সঙ্গে সঙ্গে একটি কনফারমেশন নম্বর আসবে। সে নম্বর যাচাই করলে দেখা যাবে, তা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা হয়ে গেছে। পাইলটিং সফল হলে আমরা এর বিস্তার করবো।’ আগামী বছর থেকে ই-চালান বাধ্যতামূলক করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কিছু দিন পর আমরা চিন্তা করবো অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার। আইনগতভাবে বাধ্যতামূলক করার আগে আমাদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সিস্টেমের ত্রুটি-বিচ্যুতি শেষ করতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুর ইসলাম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আব্দুল ফাত্তাহ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু