X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রফতানি মূল্যের ০.০৩% কেটে রাখার পুনর্নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ২০:৫৮আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২০:৫৯

বাংলাদেশ ব্যাংক শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের লিয়েন ব্যাংকে যেসব এলসি নগদায়ন করা হবে,  তা থেকে মোট রফতানি মূল্যের ০.০৩% কেটে রেখে সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  এই টাকা শতভাগ রফতানিমুখী পোশাক শ্রমিকদের নগদ সহায়তা হিসেবে ব্যয় করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

দেশে বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারদের পাঠানো এই সার্কুলারে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনার সূত্রে জারিকৃত নির্দেশনায় শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক  শিল্প প্রতিষ্ঠানের প্রতিটি কার্যাদেশের বিপরীতে প্রাপ্ত এবং নগদায়নকৃত রফতানি মূল্যের ০.০৩% হারে অর্থ কেটে রেখে অধিকাংশ ব্যাংকই সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় জমা দিয়ে আসছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যাংক নির্দেশনাটি মানছে না। তাই নতুন করে সার্কুলার জারির মাধ্যমে ব্যাংকগুলোকে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, শতভাগ রফতানিমুখী শিল্প কারখানায় কর্মরত কোনও শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে অথবা পেশাগত দায়িত্ব পালনকালে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে অথবা পরবর্তীতে মৃত্যু ঘটলে, অথবা কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে অথবা পেশাগত দায়িত্বরত অবস্থায় রোগে আক্রান্ত হয়ে স্থায়ী অক্ষমতা ঘটলে, সংশ্লিষ্ট শ্রমিক বা তার উপযুক্ত উত্তরাধিকারীকে তিন লাখ টাকা অনুদান প্রদান করা হয়। তাছাড়া, কোনও শ্রমিক চাকরিরত অবস্থায় অসুস্থ হয়ে বা কর্মক্ষেত্রের বাইরে কোনও দুর্ঘটনায় মৃত্যুবরণ, অথবা স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে, তিনি বা তার উপযুক্ত উত্তরাধিকারীকে দুই লাখ টাকা দেওয়া হয়। কোনও শ্রমিক কর্মকালীন দুর্ঘটনায় পতিত হয়ে  কোনও অঙ্গহানি ঘটলে, যা স্থায়ী অক্ষমতার কারণ নয়, তাহলে তাকে অনধিক এক লাখ টাকা দেওয়া হয়। শ্রমিকের মেধাবী সন্তানের শিক্ষার ক্ষেত্রে (এসএসসিতে জিপিএ-৪.৫ বা তদূর্ধ প্রাপ্ত) ২০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদানসহ শতভাগ রফতানিমুখী শিল্প খাতে কর্মরত মহিলা শ্রমিকের মাতৃত্ব কল্যাণে অনধিক ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী