X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান ডিসিসিআইয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৭:৪৮আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৭:৫৩

ডিসিসিআই নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ। মঙ্গলবার (৩ নভেম্বর) ডিসিসিআই নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েনের এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বুধবার (৪ নভেম্বর) ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা চেম্বারের সভাপতি ভিয়েতনামের উদ্যোক্তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বার এবং বাংলাদেশে অবস্থিত ভিয়েতনামের দূতাবাসের মাধ্যমে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব করেন। এছাড়াও তিনি বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ সম্প্রসারণে ঢাকা চেম্বারে ভিয়েতনামের একটি হেল্প ডেস্ক স্থাপনেরও প্রস্তাব করেন।

ডিসিসিআই সভাপতি জানান, বাংলাদেশের পর্যটন, টেক্সটাইল, সমুদ্র অর্থনীতি, কন্সট্রাকশন, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও চামড়াজাত পণ্য প্রভৃতি খাত অত্যন্ত সম্ভাবনাময়, যেখানে ভিয়েতনামের উদ্যোক্তারা একক এবং যৌথভাবে বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি তিনি দু’দেশের মধ্যকার যোগাযোগ আরও সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান যোগাযোগ স্থাপনেরও প্রস্তাব করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ আশিয়ান-এর পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি পেলে ভিয়েতনামসহ আশিয়ান অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।’ 

ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যে এখনও ভিয়েতনাম এগিয়ে রয়েছে। যেখানে ২০১৯-২০২০ অর্থবছরে দু’দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৭৪২.১৬ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশ ও ভিয়েতনামের রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ৪৮.১৬ এবং ৬৯৪ মিলিয়ন মার্কিন ডলার।’ তিনি দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যকার যোগাযোগ বাড়ানো ও ম্যাচ-মেকিং সেশনের আয়োজন করা, বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ, বাণিজ্য মেলা আয়োজন এবং বিজনেস নো-হাউ বাড়ানোর উপর জোরারোপ করেন। তিনি দুদেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বারের পক্ষ থেকে ভিয়েতনামে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে সম্ভাবনাময় পণ্যগুলোর বহুমুখীকরণ এবং রফতানি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপের জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। 

ঢাকা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকার অনুষ্ঠানে ডিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব আফসারুল আরিফিন এবং সচিব মো. জয়নাল আব্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক