X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেয়ার বাজারের তহবিলে ব্যাংকের জমা টাকার তথ্য চায় বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৯:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯:৫১

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (শেয়ার বাজার স্থিতিশীলকরণ তহবিল) ব্যাংকগুলো  অবণ্টিত ও অদাবিকৃত লভ্যাংশ হিসেবে কত টাকা জমা দিয়েছে তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার শেয়ার বাজারে তালিকাভুক্ত ৩২ ব্যাংকের কাছে এ সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, এই তহবিলে ব্যাংকগুলোর টাকা জমা নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। নতুন করে বাংলাদেশ ব্যাংকের এ চিঠি দুই সংস্থার মধ্যে চলমান দূরত্ব আরও বাড়াবে বলে মনে করছেন শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত ৩০ নভেম্বর ওই তহবিলে ব্যাংকগুলো কত টাকা জমা দিয়েছে তার তথ্যও দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে । চিঠিতে বলা হয়েছে, তহবিলে জমা দেওয়া স্থানীয় মুদ্রা, বৈদেশিক মুদ্রা ও কত শেয়ার এসবের তথ্য আলাদা আলাদাভাবে দিতে হবে । পাশাপাশি শেয়ারের বাজারমূল্যও জমা দিতে বলা হয়েছে চিঠিতে।

অবণ্টিত নগদ লভ্যাংশ বলতে এমন লভ্যাংশকে বোঝাবে, যা গ্রাহকের কাছে পাঠানো হলেও যেকোনও কারণে গ্রাহক তা গ্রহণ করেননি। আর অদাবিকৃত মুনাফা বলতে এমন লভ্যাংশকে বোঝাবে, যা শেয়ারধারীদের কাছে পাঠানো হয়েছে, কিন্তু তা নগদায়নের জন্য ব্যাংকের কাছে উপস্থাপন করা হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই শেয়ার বাজার স্থিতিশীলকরণ তহবিল গঠনের গেজেট হয়। শেয়ার বাজারের বিভিন্ন কোম্পানিতে দীর্ঘ দিন ধরে দাবিহীন ও অবণ্টিত অবস্থায় পড়ে থাকা লভ্যাংশ বিনিয়োগে আনতে এ তহবিল গঠন করা হয়।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী