X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সরকারকে অন্ধকারে রেখেছিল বাংলাদেশ ব্যাংক: ব্যাংকিং সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৬, ১৬:৩৪আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:১৬

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির বিষয়টি মাসখানেক সরকারের কাছে গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. এম আসলাম আলম। রবিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থ চুরির বিষয়টি সম্পর্কে জানতে সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ ব্যাংকে যান ড. এম আসলাম আলম। তিনি দীর্ঘ সময় সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, অর্থ চুরির ঘটনাটি ঘটেছে ৫ ফেব্রুয়ারি। এরপর ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি ও ১ মার্চ বাংলাদেশ ব্যাংকের অডিট কমিটির সভা হয়েছে। কোনও সভাতেই বিষয়টি আমাকে জানানো হয়নি। এই তিন বৈঠকের কোনওটিতেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনও আলোচনা হয়নি। বিষয়টি প্রায় মাসখানেক আমার কাছে অজানা ছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. এম আসলাম আলম বলেন, আমি মনে করি, বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল এটা সরকারকে জানানো। কেন জানায়নি, আমি জানি না। তিনি জানান, রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে ফিলিপাইনে স্থানান্তর করা ৮১ মিলিয়ন (৮ কোটি ১০ লাখ) ডলারের মধ্যে এখন পর্যন্ত ৬৮ হাজার ডলার ফেরত পাওয়া গেছে।
সচিব বলেন, ফিলিপাইনে যাওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ৬৮ হাজার ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া শ্রীলংকায় যাওয়া ১৯.৯৯ মিলিয়ন ডলার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয় ৫ ফেব্রুয়ারি। বাংলাদেশ ব্যাংক গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, সাইবার আক্রমণে ৩৫টি ভুয়া পরিশোধ নির্দেশের মাধ্যমে ৯৫ কোটি ১০ মার্কিন ডলার বা প্রায় ৭ হাজার ৬০৮ কোটি টাকা স্থানান্তরের প্রস্তাব পাঠানো হয়। তার মধ্যে ৩০টি নির্দেশ আটকানো সম্ভব হয়। তাতে ৮৫ কোটি ডলার বেহাত হওয়া প্রতিহত করা গেছে। তবে পাঁচটি পরিশোধ নির্দেশের বিপরীতে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০৮ কোটি টাকা ফিলিপাইন ও শ্রীলঙ্কায় চলে যায়। তার মধ্যে শ্রীলঙ্কা থেকে ২ কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার বা প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

/জিএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী