X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরীর তীরে গড়ে উঠবে মুদ্রণশিল্প নগরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ১৮:৫৪আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৮:৫৬

একনেক বৈঠক (ফাইল ছবি) সারাদেশের মুদ্রণশিল্পকে এক কাতারে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। মুন্সিগঞ্জ শহরের অদূরে ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠবে এ শিল্পের জন্য পৃথক নগরী। নাম হবে ‘বিসিক মুদ্রণশিল্প নগরী’।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। অনুমোদিত ১৪০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ের নতুন এ প্রকল্পের নাম হবে ‘বিসিক মুদ্রণশিল্প নগরী’।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় পরিকল্পনা সচিব তারিকুল-উল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, আইএমইডির সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী এবং সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী জানান, মুদ্রণশিল্প নগরীসহ একনেক বৈঠকে মোট ৮টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এই ৮টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৫৩ কোটি ৫২ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৫ কোটি ৪ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৪৬৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় করা হবে।

প্রকল্পের বিবরণে জানা গেছে, দেশে মোট ৫ হাজার ৫০০টি মুদ্রণ প্রতিষ্ঠানের মধ্যে ৩ হাজারটির অবস্থান ঢাকায়। মোট ৫ হাজার ৫০০টি মুদ্রণ প্রতিষ্ঠানের মধ্যে বড় এক হাজার, মাঝারি দুই হাজার ও ক্ষুদ্র ২ হাজার ৫০০টি। প্রায় ৭০ শতাংশ মুদ্রণ প্রতিষ্ঠান অপরিকল্পিতভাবে ঢাকায় গড়ে উঠেছে, যা পরিবেশ বিপর্যয় ও দূষণ সৃষ্টি করছে।

এ শিল্পে প্রত্যক্ষভাবে ১ দশমিক ৩০ লাখ এবং পরোক্ষভাবে ২ দশমিক ৭০ লাখসহ মোট প্রায় ৪ লাখ লোক নিয়োজিত। প্রস্তাবিত বিসিক মুদ্রণশিল্প নগরীতে ৩৮৫টি প্লট স্থাপিত হবে, যেখানে ৩৮০টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট প্রতিষ্ঠিত হবে। এই ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলোতে ১৫ হাজার ২০০ লোকের কর্মসংস্থান হবে। ২০১০ সালের শিল্পনীতিতে মুদ্রণ শিল্প খাতকে সেবা খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

/এসআই/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!