X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ১৭০০ কোটি টাকা ঋণ দেবে আইডিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ২০:৪৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ২০:৪৩

আইডিএ ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বাড়াতে ২১ কোটি ৭০ লাখ ডলার বা ১ হাজার ৭শ’ কোটি টাকা ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)।
বৃহস্পতিবার আইডিএর সঙ্গে বাংলাদেশ সরকার এ বিষয়ে একটি চুক্তি সই করেছে। সংবাদ মাধ্যমে পাঠানো বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির পক্ষে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকর এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ০ দশমিক ৭৫ শতাংশ হারে ৩৮ বছরের জন্য সংস্থাটি বাংলাদেশকে এ ঋণ সহায়তা দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর ইউনিটের উৎপাদন দ্বিগুণ করতে এ সহায়তা দেওয়া হচ্ছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে ইউনিটটির উৎপাদন ১৭০ মেগাওয়াট থেকে বেড়ে ৪০৯ মেগাওয়াটে দাঁড়াবে।
মূলত ‘কম্বাইন্ড সাইকেল’ প্রযুক্তি ব্যবহার করে মাত্র ১৮ শতাংশ গ্যাসের ব্যবহার বাড়িয়ে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৪ শতাংশ করা হবে।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকর বলেন, যদি চাহিদা অনুযায়ী জ্বালানি অবকাঠামো নিশ্চিত করা যায়, তবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও দ্রুত বাড়বে এবং দারিদ্র্যও উল্লেখযোগ্য হারে কমবে।

তিনি আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে বিদ্যমান ইউনিটে গ্যাস ব্যবহারের দক্ষতা বাড়বে এবং দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন প্রজন্মের উৎপাদন ব্যবস্থা চালু হবে।

জানা যায়, এ প্রকল্পের মাধ্যমে প্রতি গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ৪৪ শতাংশ কম গ্যাস ব্যয় হবে এবং কম গ্রিন হাউস গ্যাস নির্গমন হবে। পাশাপাশি বাংলাদেশ জ্বালানি উন্নয়ন বোর্ডকে বিদ্যুৎ সরবরাহ করতে এ প্রকল্পটি সহায়তা করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম বলেন, গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় সরকার গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। উল্লেখযোগ্য কোনও অবকাঠামোর পরিবর্তন না করেই শিগগিরই প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে এ পর্যন্ত বিশ্ব ব্যাংক মোট ১৭০ কোটি ডলার বা ১৩ হাজার ৩১১ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। চলতি অর্থবছরে সংস্থাটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আরও ৭৭ কোটি ৩০ লাখ ডলার বা ৬ হাজার ৫৩ কোটি টাকা ঋণ সহায়তা দেবে।

/এসএনএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন