X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাজেট প্রতিক্রিয়াশীল নয়, প্রগতিশীল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ২১:৫৪আপডেট : ০৩ জুন ২০১৬, ২১:৫৫

অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়াশীল নয়, প্রগতিশীল।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ একেবারেই প্রগতিশীল দেশ। দেশের ডান দিকে (ডানপন্থী) কেউ নেই। যা আছে তাও খুব নগণ্য। তাই আমাদের বাজেটও প্রগতিশীল।
এ সময় তিনি বলেন, বিএনপির অস্তিত্বে এখন কেউই সন্তুষ্ট নয়। এটা কোনও দলই নয়।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। এ সময় তারাও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বাজেটে সাপ্লিমেনটারি ডিউটি তুলে দেওয়ায় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে কি না? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা অদূর ভবিষ্যতে মুক্তবাজার অর্থনীতির দেশ হবো। যেখানে কোনও শুল্ক থাকবে না। তবে কিছু ক্ষেত্রে থাকবে। সুতরাং মুক্তবাজার অর্থনীতির দেশ হতে আমাদের শুল্ক কমাতে হবে।

তিনি আরও বলেন, সাপ্লিমেনটারি ডিউটি রাখা হয়েছিল রাজস্ব আদায়ের উদ্দেশে। তখন এত রাজস্ব আদায় হতো না। এখন রাজস্ব আদায়ের পরিমান আগের তুলনায় বেশি। তাই সাপ্লিমেনটারি ডিউটি কমানো হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাতে দেশে কাস্টমস কমাতে হবে বলেও জানান অর্থমন্ত্রী।

সাপ্লিমেন্টারি ডিউটি কমিয়ে কিভাবে রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ হবে? এমন প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত বলেন, রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনে মূসক বাড়ানো হবে। যদিও আগামী অর্থবছর থেকে নতুন মূসক আইন কার্যকর করা হবে না। তারপরও মূসক কিছুটা বাড়ানো হবে।

বাজেট বাস্তবায়নের দক্ষতার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আগে আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) ছিল ২২ হাজার কোটি টাকা। এখন যা ৯৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে বাজেটের দক্ষতার উন্নয়ন হয়েছে। আর এটা হয়েছে হাই টার্গেটের জন্য, যা হতেই থাকবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, অর্থনীতির উদারীকরণ ও বিশ্বায়নের নামে আমরা এমন কোনও পদক্ষেপ নেব না যাতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: মনে হচ্ছে বিনিয়োগে ‘ইতিবাচক ধাক্কা’ এসেছে: অর্থমন্ত্রী

/এসএনএইচ/এজে

সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা