X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্যানিটারি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় বিসিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২০:০২আপডেট : ০১ মার্চ ২০২১, ২০:০২

আমদানিতে আন্ডার ইনভয়েসিং-জনিত শুল্ক ফাঁকি রোধে ন্যূনতম ট্যারিফ মূল্য হালনাগাদের পাশাপাশি দেশীয় টাইলস ও স্যানিটারি পণ্যের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার চেয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। একইসঙ্গে আগামী ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধাও চায় বিসিএমইএ।

সোমবার (১ মার্চ)  এনবিআরের প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় বিসিএমইএ’র পক্ষ থেকে এ প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা।

 তিনি বলেন, ‘দেশীয় সিরামিক শিল্প খাতের সুরক্ষায় কাঁচামাল আমদানিতে ময়েশ্চার সমন্বয়ে কাঁচামাল ও উপকরণের ওপর থেকে আমদানি শুল্ক কমানো, বিদেশ থেকে তৈরি সিরামিক পণ্য আমদানিতে আন্ডার-ইনভয়েসিং-জনিত কারণে শুল্ক ফাঁকি রোধে ন্যূনতম ট্যারিফ মূল্য হালনাগাদ করা জরুরি।’

দেশীয় টাইলস ও স্যানিটারি পণ্যের উৎপাদন পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক যথাক্রমে ১৫ ও ১০ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার এবং মূসক ও আয়কর আইনের কতিপয় বিধান সংশোধনের প্রস্তাব করে তিনি বলেন, ‘সম্ভাবনাময় উদীয়মান এ শিল্পের উৎপাদনকারী কারখানাগুলোকে কর অবকাশ সুবিধার অন্তর্ভুক্তির যোগ্য। আগামী ৫ বছর কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব করছি। এতে করে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, যার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ কর্মসংস্থান বাড়বে বলে মনে করি।’

সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ‘সিরামিক টাইলস এখন বিলাসী পণ্য হিসেবে বিবেচিত নয়। ভবন নির্মাণের অন্যতম উপকরণ হিসেবে ব্যবহার্য এই পণ্যের ব্যবহার স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরিতে সহায়ক হওয়ায় পরিবেশবান্ধব পণ্য হিসেবে সাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই ১৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হলে দেশীয় টাইলসের মূল্য কমবে, ব্যবহারের মাত্রাও বাড়বে।’

এনবিআর চেয়ারম্যান আবু মো. রহমাতুল মুনিম বলেন, ‘আমাদের দেশে ১৯৯২ সালে সিরামিক শিল্পের যাত্রা শুরু হয়। এনবিআরের সাপোর্টের কারণে সিরামিক শিল্প আজকের এই অবস্থানে এসেছে। দেশীয় চাহিদা পূরণ করে তারা এখন রফতানিমুখী শিল্প হিসেবে গড়ে উঠেছে। কোনও শিল্প যদি এগিয়ে যায়, সেক্ষেত্রে এনবিআর দেশীয় শিল্প সুরক্ষায় সহায়তার হাত বাড়াবে সব সময়।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু