X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের টিকাদানে অর্থায়ন করছে জার্মান পোশাক ব্র্যান্ড ‘কিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩

বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য কোভিড-১৯ টিকা ক্রয়ে অনুদান দিয়েছে বিখ্যাত জার্মান ব্র্যান্ড কিক (কেআইকে)। কিক বিজিএমইএ’র মাধ্যমে এই অনুদান প্রদান করেছে। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তৈরি পোশাক কারখানার মালিকদের এই সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু সরকারিভাবেই টিকা ক্রয় ও বিতরণ হচ্ছে, সেকারণে অনুদানের এই অর্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে প্রতিষ্ঠানটি কী পরিমাণে অর্থ অনুদান দেওয়া হয়েছে তা জানায়নি বিজিএমইএ।

সংগঠনটি থেকে বলা হয়েছে, বাংলাদেশের পোশাক শিল্পের দীর্ঘদিনের অংশীদার হিসেবে কিক তার সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে এই অনুদান দিয়েছে। কিক বাংলাদেশ থেকে পোশাক ক্রয় করা ছাড়াও বহু বছর ধরে বাংলাদেশের সামাজিক প্রকল্পগুলোর সাথে যুক্ত আছে এবং তারা বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের মতো বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে।
 
কিক-এর সিইও প্যাট্রিক জাহন বলেছেন, আমাদের বহু বছরের ঘনিষ্ঠ সহযোগিতার ফল হিসেবে আমরা দেশটিতে, বিশেষ করে দেশটির পোশাক শিল্পে করোনা মহামারির প্রভাব নিয়ে অত্যন্ত সচেতন রয়েছি। এই শিল্পে কর্মীরা আবদ্ধ স্থানে (ইনডোর) কাজ করে, যেখানে সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। আমি মনে করি, করোনা ভাইরাস মোকাবেলায় টিকা সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারে, এতে কোনও সন্দেহ নেই। আমাদের এই অনুদান দিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মীদের করোনাভাইরাস মোকাবিলায় সবচেয়ে ভালো পন্থায় সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জার্মান ব্র্যান্ডের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন স্তম্ভ হিসেবে অবদান রাখছে। করোনা মহামারির প্রভাবে এই খাতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং এই ক্ষতি এখনও সামলে উঠতে পারে নেই। এদেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার জন্য সকল শ্রমিক ও কর্মচারীদের টিকা পাওয়া অত্যন্ত জরুরি। জার্মান কোম্পানি কিক্’কে এই মহৎ অনুদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই অনুদান বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের টিকাদানে সহায়ক ভূমিকা পালন করবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
রাজধানীতে বাস, ট্রেন ও সিএনজির ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী