X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বাজেটে প্রতিবন্ধীদের বরাদ্দ বেড়েছে ৩১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ২৩:৩৪আপডেট : ০১ জুন ২০১৭, ২৩:৩৯

২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ প্রতিবন্ধীদের কল্যাণে নানামুখী কার্যক্রমের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মোট এক হাজার ১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি ২০১৭-১৮ অর্থবছরে। যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি।
বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন অর্থবছরের চার লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। এটা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বাজেট।  

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য গৃহীত কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, ‘৬৪ জেলা ও ৩৯টি উপজেলায় সর্বমোট ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে অটিজমের শিকার শিশু, ব্যক্তি এবং অন্যান্য ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে নিয়মিত বিভিন্ন সেবা ও উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রতিটি বিভাগীয় শহরে নতুন করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি করে রিসোর্স কেন্দ্র প্রতিষ্ঠা এবং প্রতিবন্ধীদের জন্য সব ক্ষেত্রে সংরক্ষণের বিষয়টিও আমরা বিবেচনায় রেখেছি।

এছাড়াও সাভারে ১২ একর খাস জমির উপর আন্তর্জাতিক মানের একটি প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।’

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী কণ্যা সায়মা ওয়াজেদ পুতুলের কথা তুলে ধরে বলেন, অটিজম চিকিৎসা ও সেবায় আমাদের সমাজকর্মী প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছেন।’

প্রত্যন্ত অঞ্চলের অটিজমসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ৩২টি ভ্রাম্যমান থেরাপি ভ্যানের মাধ্যমে বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও সামাজিক সুরক্ষা কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্যভান্ডারে ৩২ লক্ষ ৩৫ হাজার ভাতাভোগীর তথ্য এন্ট্রি সম্পন্ন হয়েছে।

/জেএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল