X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তোফায়েল-রোর্ড বাটিসের বৈঠক: বাণিজ্য বাধা দূর করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ২০:১১আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:১১

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি) জেনেভায় সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক স্টেট মিনিস্টার রোর্ড বাটিস’র সঙ্গে একান্ত বৈঠক করেছেন। গতকাল বুধবার রাতে (১২ জুলাই) এইড ফর ট্রেড গ্লোবাল রিভিউ-২০১৭ সভায় যোগদান শেষে তিনি এ বৈঠক করেন। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাধা দূর করার আহ্বান জানান। তিনি বলেন, ‘উন্নত বিশ্বের কাছ থেকে এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ডিউটি ও কোটিা ফ্রি এবং রুলস অফ অরিজিন সিথিল সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা প্রয়োজন। সেনেটারি অ্যান্ড ফাইটো সেনেটারি (এসপিএস) এবং টেকনিকেল ব্যারিয়ার অফ ট্রেডের (টিবিটি) মতো প্রতিবন্ধকতাগুলো দূর করা হলে যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের রফতানি আরও বাড়বে।’
এসময় ব্রেক্সিটের কারণে বাংলাদেশসহ এলডিসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্যনীতির কোনও পরিবর্তন হবে না, এমন ঘোষণার জন্য যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতাও জানান বাণিজ্যমন্ত্রী। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চুক্তি বা যৌথ ইকোনমিক কমিশন গঠন করলে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে, বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়নের অংশীদার যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তমত রফতানির স্থান। বাংলাদেশ এ মুহূর্তে ৩৪.৮৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রফতানি করছে, এর মধ্যে যুক্তরাজ্যে রফতানির পরিমান প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে যুক্তরাজ্যের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে (এফডিআই) দ্বিতীয় অবস্থানে রয়েছে। মোট এফডিআই এর প্রায় ১৫ দশমিক ২৬ ভাগ।’

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের রফতানি আয় এখন ৩৪.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশে অভূতপূর্ব উন্নতি সাধণ করেছে। যুক্তরাজ্যসহ বিশ্ব ক্রেতাগোষ্ঠীর সুপারিশ মোতাবেক তৈরি পোশাক কারখানাগুলো আধুনিক ও নিরাপদ গ্রিন ফ্যাক্টরিতে পরিণত করা হয়েছে। বিশ্বের সঙ্গে মিলিয়ে সময়োপযোগি শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং ইউরোপিয়ন ইউনিয়নকে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক ইপিজেড আইন সংশোধন করা হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ সফলভারে এমডিজি অর্জন করেছে, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করবে। বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে এখন ১৬০২ মার্কিন ডলার এবং মানুষের গড় আয়ু ৭১ বছর।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাণিজ্যমন্ত্রী বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রোবার্তো আজিভেডো, ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড) এর সেক্রেটারি জেনারেল মুখিসা কিটুয়ি, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)’র নির্বাহী পরিচালক আরানচা গনজালেজ এবং ওয়াল্ড ব্যাংক গ্রুপের সিনিয়র ডিরেক্টরের সঙ্গেও পৃথক পৃথক বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী