X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইউএস বাংলা এয়ারলাইন্সের চারে পা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ০৪:২২আপডেট : ১৭ জুলাই ২০১৭, ০৪:২২

চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। দেশের অভ্যন্তরে সব রুট পেরিয়ে আন্তর্জাতিক ছয়টি রুটে চলছে প্রতিষ্ঠানটির ফ্লাইট। সামনে আরও কয়েকটি ফ্লাইট চালু করার পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পথে বলে জানিয়েছেন ইউএস বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া তিন বছর পূর্তি উপলক্ষে তাদের বিমানবহরে যুক্ত হতে চলেছে নতুন বোয়িং ও এয়ারক্র্যাফট।

ইউএস বাংলা এয়ারলাইন্সের চারে পা ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু হওয়া প্রতিষ্ঠানটি অতিক্রম করেছে তিন বছর। ৭৬ আসন বিশিষ্ট দু’টি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ইউএস বাংলার বিমানবহরে রয়েছে মোট ছয়টি এয়ারক্র্যাফট। এর মধ্যে তিনটি হলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০, বাকি তিনটি ৭৬ আসনের ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

যাত্রা শুরুর এক বছরের মধ্যে দেশের অভ্যন্তরে সব রুটে ফ্লাইট চালু করেছে এয়ারলাইন্সটি। বর্তমানে নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা, ওমানের মাস্কট, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। আগামী ১ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রাম থেকে দোহা রুটে এয়ারলাইন্সটি ফ্লাইট চালু হবে ।

আরও কয়েকটি ফ্লাইট বৃদ্ধির খবর দিয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, শিগগিরই আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই, হংকং, গুয়াংজুহ, দিল্লি, চেন্নাই ও পারো রুটে ইউএস বাংলার ফ্লাইট পরিচালনা করা হবে।

এয়ারলাইন্সটি জানিয়েছে, বর্তমানে সপ্তাহে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে তাদের ৩০০টিরও বেশি ফ্লাইট পরিচালিত হয়। প্রতিষ্ঠার পর থেকে গত তিন বছরে ইউএস-বাংলা প্রায় ৩০ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে আগামী মাসের মধ্যে দুটি বোয়িং ৭৩৭-৮০০ ও একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্র্যাফট যুক্ত হতে চলেছে প্রতিষ্ঠানটির বিমানবহরে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের চারে পা দেশে-বিদেশে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সে কর্মকর্তা-কর্মচারী আছে প্রায় ১ হাজার ২০০ জন। টিকিট কেনার জন্য রয়েছে অনলাইন বুকিং সুবিধা রেখেছে প্রতিষ্ঠানটি। সারাদেশে নিজস্ব ৩০টি সেলস অফিস রয়েছে তাদের। এছাড়া কাঠমান্ডু, কলকাতা, মাস্কট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ব্যাংকক, দোহা, কানাডা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও আছে নিজস্ব সেলস অফিস। ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ারদের জন্য রয়েছে স্কাইস্টার প্যাকেজ। ইউএস বাংলা বিভিন্ন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গন্তব্যে কার্গোও পরিবহন করে থাকে।

ভবিষৎ পরিকল্পনা প্রসঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা সব ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমাদের বিমানবহরে যুক্ত করা হচ্ছে অধিক সংখ্যক আধুনিক বিমান। এছাড়া অধিক সংখ্যক গন্তব্য সম্প্রসারণের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।’

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ