X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘২০২১ সালের মধ্যে আইটি খাত থেকে ৫০০ কোটি মার্কিন ডলার আয় করবে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৫

 

 সিআইএস-বিসিসিআই’-এর সঙ্গে সঙ্গে রাশিয়ার আইটি ব্যবসায়ীরা দেশের আইটি খাত নিয়ে আশাবাদী কমনওয়েথল অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) ও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) প্রেসিডেন্ট হাবীব উল্লাহ ডন। তিনি বলেন, ‘২০২১ সাল নাগাদ বাংলাদেশ আইটি খাত থেকে ৫০০ কোটি মার্কিন ডলার আয় করবে।’ বুধবার (৬ ডিসেম্বর) রাতে গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আশার কথা জানান।

অনুষ্ঠানে সিআইএস-বিসিসিআই’-এর সঙ্গে রাশিয়ার আইটি ব্যবসায়ীদের আইটি-বিষয়ক বিভিন্ন ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে সিআইএস-বিসিসিআই-এর প্রেসিডেন্ট হাবীব উল্লাহ ডন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা ও তথ্য ও প্রযুক্তির উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। সরকারের উদ্যোগে আইটি ক্ষেত্রে বিনিয়োগে ব্যবসায়ীদের ১০ বছরের কর রেয়াত, বিভিন্ন সহায়তা দেওয়াসহ যশোর সফটওয়্যার পার্ক এবং কালিয়াকৈরে হাই-টেক পার্কের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ও তিনি তুলে ধরেন।

রাশিয়ার পক্ষ থেকে ব্যবসায়ী প্রতিনিধিদের নেতৃত্বে থাকা ডারিয়া লিপাতোভা বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের আইটি সেক্টরে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রাশিয়ার আইটি ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশি আইটি ব্যবসায়ীরা যদি সম্মিলিতভাবে কাজ করেন, তবে অবশ্যই ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে।’

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিতত ছিলেন, রাশিয়ান দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর সার্জে এ পাবক, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক- হোসনে আরা বেগম, রাশিয়ান অ্যাম্বাসির কমার্সিয়াল কাউন্সিলর রোমান এ. সুভোরোভ, সিআইএস-বিসিসিআইয়ের সিনিয়ন ভাইস প্রেসিডেন্ট লোকমান হোসেন আকাশ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন, ডিরেক্টর মাহবুব ইসলাম  রুনু ও আইটি ব্যবসায়ে যুক্ত সিআইএস-বিসিসিআইয়ের সদস্যরা।

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!