X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যারা আন্দোলনে পরাজিত তারা সব কিছুতেই পরাজিত হয়: তোফায়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ২২:১১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২২:১১

তোফায়েল আহমেদ (ফাইল ছবি) যারা আন্দোলনে পরাজিত, তারা সব কিছুতেই পরাজিত হয়। তাদের সঙ্গে আবারও আলোচনার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার (২৮ জানুয়ারি) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান মোতাবেক, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনেই যথাসময়ে অনুষ্ঠিত হবে। দেশের মানুষ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করলে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে উন্নয়ন আরও জোরদার করবো।’
বাংলাদেশ এখন ব্যাপক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে উন্নয়ন বেশি হয়। বিগত জাতীয় নির্বাচনের আগে দেশে গোলযোগ সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয়েছিল, সে চেষ্টা সফল হয়নি। এবারও সে ধরনের গোলযোগ সৃষ্টির চেষ্টা করা হতে পারে, দেশবাসীকে সতর্ক থাকতে হবে।’
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৫৭ ভাগ থেকে ২২ ভাগে নেমে এসেছে, হতদরিদ্র মানুষের সংখ্যা বর্তমানে ১১ ভাগ, ২০৩০ সালে এসডিজি সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের হতদরিদ্র মানুষের সংখ্যা ৩ ভাগে নেমে আসবে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।’

‘জনশক্তি রফতানির পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশে আগত রেমিটেন্সের পরিমান ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এক কোটির বেশি মানুষ বিদেশে কর্মরত। বৈধপথে রেমিটেন্স এলে এর পরিমান ২০ বিলিয়ন ছাড়িয়ে যেতো’, বলেও যোগ করেন বাণিজ্যমন্ত্রী।

বায়রা’র সদস্যভুক্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মেধা পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজাসহ প্রমুখ।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?