X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

উত্তরায় কাটা পড়েছে গ্যাস লাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ২১:০৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৫১

গ্যাস পাইপ লাইন (ফাইল ছবি) রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য মাটি খোঁড়ার সময় তিতাসের গ্যাসের মূল লাইন কাটা পড়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এতে উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। মেরামতের কাজ চলছে। তিতাস কর্তৃপক্ষ আশা করছে, আগামীকাল শুক্রবার (১৬ নভেম্বর) সকালের মধ্যে শেষ করা যাবে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে উত্তরার আজমপুর ও হাউজবিল্ডিংয়ের মাঝামাঝি জায়গায় বিএনএস নামের একটি ভবনের সামনে মেট্রোরেলের কাজ করার সময়  হঠাৎ করেই এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই দুর্ঘটনার আশঙ্কায় তিতাস তাদের মূল গ্যাসের লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এরপর থেকে গ্যাস পাচ্ছে না উত্তরাবাসী। অন্যদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

তিতাস গ্যাস কোম্পানির পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান খান বলেন, মূল লাইন কাটা পড়ায় লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এতে উত্তরাবাসী সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। সকালের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

মো. কামরুজ্জামান খান জানান, উত্তরার আজমপুর এলাকায় মেইন লাইনটি কেটে গেছে। এটিকে হাইপ্রেসার লাইন বলে। এই ধরনের লাইন মেরামত করতে সময় লাগবে। আমরা মেরামতের কাজ শুরু করেছি। আশা করছি, আজ রাতের মধ্যে কাজ শেষ করতে পারবো। এর আগেও একদিন মেট্রোরেলের কাজের সময় লাইন কেটে ফেলেছিল। তখনও আমরা দ্রুত মেরামত করেছি।

এর আগে গত ৫ অক্টোবর রাতে একই এলাকায় মেট্রোরেলের জন্য বড় ড্রিল মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময় তিতাসের গ্যাসের মূল লাইন কেটে যায়। এ নিয়ে দুই মাসে মাটি খুঁড়তে গিয়ে দুইবার গ্যাসের লাইন কেটে গেছে।

এদিকে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বলেন, ‘বিকাল ৫টা থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এখন কাজ চলছে। এই কারণে রাস্তায় যানজটের ঘটনা ঘটেছে। ঘটনার পর ফায়ার সার্ভিনের দু্টি ইউনিট আছে। পুলিশের কয়েকটি টিম সেখানে আছে। তিতাসের কর্মীরা কাজ করছে। তিতাসের এই বিষয়গুলো আরও মনিটরিং করা দরকার।

 

/এসজেএ/এসএনএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল