X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তামাক কোম্পানির পক্ষ নিচ্ছে এনবিআর: প্রজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ২১:২৫আপডেট : ৩১ মে ২০২২, ১০:৩৯

তামাক কোম্পানির পক্ষ নিচ্ছে এনবিআর: প্রজ্ঞা জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি চূড়ান্ত করতে তামাক কোম্পানির পক্ষ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ অভিযোগ করেছেন তামাকবিরোধী সংগঠনগুলোর নেতারা। তামাকবিরোধী ১৬টি সংগঠন অভিযোগ তুলেছে, জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি চূড়ান্তকরণে এনবিআর তামাক কোম্পানির পক্ষ অবলম্বন করে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) লঙ্ঘন করেছে। সোমবার (১১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের সামনে মানববন্ধনে এমন অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রণীত খসড়া ‘জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি ২০১৯’ চূড়ান্তকরণে তামাক কোম্পানির মতামত নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের এই সিদ্ধান্তের প্রতিবাদে ১৮টি তামাকবিরোধী সংগঠন সম্মিলিতভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষে বক্তব্য রাখেন, হেলাল আহমেদ, মোখলেসুর রহমান, শুভ কর্মকার, বজলুর রহমান, শামিমুল ইসলাম, হামিদুল ইসলাম হিল্লোল, খন্দকার রিয়াজ হোসেন, শামিমুল ইসলাম, নাজমুল হাসান।

মানববন্ধন শেষে তামাকবিরোধী সংগঠনগুলোর প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেন। সোমবার (১১ নভেম্বর) তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষে প্রজ্ঞা’র (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের সুনাম বিশ্বে রয়েছে। এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ এর ১৩ ধারায়, তামাক নিয়ন্ত্রণের জন্য নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারকে তামাক কোম্পানির প্রভাবমুক্ত থাকতে সুপারিশ করা হয়েছে। এফসিটিসির স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ সরকারের তামাক নিয়ন্ত্রণ নীতিমালা ও পদক্ষেপ তামাক কোম্পানির ব্যবসায়িক ও অন্যান্য স্বার্থ থেকে সুরক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে এনবিআরের উচিত হবে তামাক কোম্পানির হস্তক্ষেপমুক্ত থাকা এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি চূড়ান্তকরণে তামাক কোম্পানির মতামত গ্রহণ করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ না করা।

উল্লেখ্য, বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিবছর ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষ মারা যান। তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় বছরে ৩০ হাজার ৫৬০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় যা তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে অনেক বেশি। তামাক ব্যবহারজনিত এই ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা উপলব্ধি করে প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০১৬ সালে জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি প্রণয়নের কাজ শুরু করে।

 

/এসআই/ওআর/
সম্পর্কিত
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা