X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাজারে প্রতিযোগিতাবিরোধী তৎপরতা নিষিদ্ধের দাবি উন্নয়ন সমুন্বয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:২৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৫

উন্নয়ন সমুন্বয়ের সংলাপে সংস্থাটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ অতিথিরা

বাজারে সকল ধরনের প্রতিযোগিতাবিরোধী তৎপরতা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমুন্বয়।  প্রতিষ্ঠানটি বলছে, সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা গেলে জীবন যাপনের খরচ কমিয়ে আনা সম্ভব।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর উন্নয়ন সমন্বয় কার্যালয়ে বাংলাদেশ প্রতিযোগিতা নীতি শীর্ষক এক সংলাপে টেকসই উন্নয়নের জন্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম, ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির প্রফেসর ড. এ কে এনামুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য ড. মোস্তফা আবেদ খান প্রমুখ।

সংলাপে ড. আতিউর রহমান বলেন, বাজারে প্রতিযোগিতা তৈরি গেলে জিনিসপত্রের মূল্য কমে আসবে। জীবন যাপনে ব্যয় কমে আসবে। সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে। আর সঞ্চয় বাড়লে বিনিয়োগও বাড়বে। এর ফলে সবাই ভালো থাকতে পারবে। এ তিনি বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা জরুরি।

ড. আতিউর রহমান জানান, দেশের মোট শ্রমশক্তির শতকরা ৮৩ ভাগই নিযুক্ত আছে ক্ষুদ্র ও কুটির শিল্পে। কাজেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে এগিয়ে নিতে প্রয়োজন কার্যকর প্রতিযোগিতা নীতি।

সংলাপে অংশ নিয়ে বক্তরা বলেন, প্রতিযোগিতা নিশ্চিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সব অংশীজনের চ্যালেঞ্জগুলো যথাযথ ভাবে চিহ্নিত করতে হবে এবং তা মোকাবিলার জন্য একসঙ্গে, এক ছাদের নিচে কাজ করতে হবে।

এসময় বক্তারা আরও বলেন, নায্য প্রতিযোগিতার মাধ্যমে প্রবৃদ্ধির গতিশীল ও বাজার ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক উৎপাদন ও ভোক্তার কল্যাণও বাড়বে।

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম বলেন, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় আরও দক্ষতা বাড়ানোর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা জরুরি। তার মতে, বাজারকে অনেকেই মনোপলি করে। এ কারণে বাজারে মাঝে মধ্যে সরকারের হস্তক্ষেপ করার প্রয়োজন আছে । তিনি বলেন, বাজারে সব ধরনের কারসাজি রোধ করা গেলে ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব।

 

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়