X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে: ইয়াফেস ওসমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ১৯:৩৮আপডেট : ১৪ মে ২০২০, ১৯:৪১

ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, করোনা পরিস্থিতিতেও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সব কাজ এগিয়ে চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে স্বাস্থ্যবিধি মেনে সাড়ে সাত হাজার লোক কাজ করছে। এ প্রকল্প থেকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ উৎপাদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১৪ মে) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে ঢাকার শাহবাগে রূপপুর পারমাণবিক প্রকল্পের কার্যালয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ছুটিকালীন সময়ে প্রকল্পে নিয়মিত কার্যক্রম চলমান আছে বলে সভায় জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার বিবেকানন্দ রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী ছাড়াও সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনোয়ার হোসেন, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোজ্জামেল হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান সানোয়ার হোসেন, প্রকল্প পরিচালক শৌকত আকবর, প্রকল্পের নিরাপত্তা ও সুরক্ষা সেলের আহ্বায়ক, ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, রাশিয়ান ফেডারেশনের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি লাস্টোস্কিন প্রমুখ উপস্থিত ছিলেন ।

সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সন্তোষ প্রকাশ করে কার্যক্রম অব্যাহত রেখে সময় মতো কাজ শেষ করার জন্য আশাবাদ ব্যক্ত করা হয়। ছুটিকালীন সময়ে প্রকল্পের কাজ চলমান রাখার জন্য সংশ্লষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

ছুটিকালীন সময়ে মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম যেন বিঘ্নিত না হয়, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজন মোতাবেক দাফতরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়।

প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান  বিসিএসআইআরের উদ্যোগে গত প্রায় দুই মাস যাবত সাতটি হাসপাতালসহ পুলিশ এবং সেনাবাহিনীকে হ্যান্ড  স্যানিটাইজার, জীবাণুনাশক, ভিটিএম, এবং  বি ক্লিন জার্মিসাইডাল ডিভাইস সরবরাহ করা হচ্ছে।

 

/এসএনএস /এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ