X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সমুদ্রসম্পদ রক্ষায় মানবসম্পদ উন্নয়ন জরুরি: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৬, ১৭:২৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৭:৩১

আবুল মাল আবদুল মুহিত সমুদ্রসম্পদ ব্যবহারে বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, উপকূল ও সমুদ্র অঞ্চল সুনির্দিষ্টভাবে নির্ধারিত হয়েছে। এ নিয়ে এখন আর কোনো ঝগড়া-বিবাদ নেই। কিন্তু এই উপকূল ও সমুদ্র সম্পদ আহরণ এবং ব্যবহার করার প্রযুক্তি এখনো আমাদের নেই। প্রয়োজনীয় মানবসম্পদও নেই। এজন্য মানবসম্পদ উন্নয়ন জরুরি। শুক্রবার রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে দু’দিনব্যাপী ‘বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ’ বিষয়ক বিশেষ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন’ (বাপা) ও ‘বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক’ (বেন) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, মানবসম্পদের উন্নয়নের মাধ্যমে আমাদের এই যোগ্যতা অর্জন করতে হবে। এ জন্য পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা দরকার। এ ব্যাপারে থাইল্যান্ড ও মালদ্বীপের শিক্ষাকে কাজে লাগানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিবেশ আন্দোলনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,  বাংলাদেশের পরিবেশ আন্দোলনে যারা সম্পৃক্ত, তাদের সবার চুল সাদা হয়ে গেছে। এই আন্দোলনকে এগিয়ে নিতে কালো চুলের মানুষ বাড়াতে হবে।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ-সভাপতি ড. নজরুল ইসলাম, অধ্যাপক ফিরোজ আহমেদ, বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন প্রমুখ। সম্মেলনে উপকূল অঞ্চলের ১০০ প্রতিনিধিসহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিজ্ঞানীরা অংশ নিয়েছেন। এ সম্মেলনে নির্ধারিত বিষয়ে ৮২টি প্রবন্ধ বা পত্র উপস্থাপন ও এর ওপর আলোচনা করা হবে।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সুন্দরবনের ঘাড়ের ওপর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, দেশের এক-চতুর্থাংশ জায়গা জুড়ে আমাদের সমুদ্র উপকূল বিস্তৃত।  দেশের এক-পঞ্চমাংশ জনগণ এখানে বসবাস করে। অথচ এ অঞ্চল অবহেলিত। এখানে যথেষ্ট উন্নয়ন দরকার। তবে এই উন্নয়নের নামে প্রকৃতি ও পরিবেশের ছাড় দিয়ে নয়।

/ জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ