X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চাহিদা বেশি ছোট ফ্ল্যাটের

শাহেদ শফিক
২৫ ডিসেম্বর ২০২১, ০৬:৪৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৮:০০

জমে উঠেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) মেলা। নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা চলছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) ছিল মেলার ২য় দিন। এ দিন সরকারি ছুটি থাকায় ক্রেতা সমাগম বেশি হওয়ায় জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের ফ্ল্যাট ও প্লটের বৃত্তান্ত তুলে ধরেন।

এক ছাদের নিচে গৃহঋণসহ নির্মাণ সামগ্রীর সমাহার থাকায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। এবারের মেলায় ক্রেতারা ছোট ফ্ল্যাটের খোঁজ করছেন বেশি বলে জানা গেছে।

২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া রিহ্যাব ফেয়ার শেষ হবে ২৭ ডিসেম্বর। এবারের মেলায় ২২০টি স্টল রয়েছে। সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে অনেক নাগরিক খোঁজ করেছেন ছোট ফ্ল্যাটের। ক্রেতাদের আকৃষ্ট করতে ছাড়ও দিচ্ছে মেলায় অংশ নেওয়া ডেভেলপার প্রতিষ্ঠানগুলো।

মেলায় দুই ধরনের টিকিট থাকছে— সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশমূল্য ৫০ টাকা। মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রির টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলায় একদিনে পাঁচবার প্রবেশ করতে পারবেন। টিকিটের সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এবারের মেলায় প্রতিদিনই অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র।

স্ত্রী-সন্তানকে নিয়ে ফ্ল্যাট দেখতে আসেন মোহাম্মদপুরের বাসিন্দা নাসিরুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে বললেন, অনেক দিনের স্বপ্ন—ছোট একটি হলেও নিজের থাকার জায়গা। আজ প্রতিটি স্টল ঘুরে দেখেছি। সুন্দর সুন্দর ফ্ল্যাটের নকশা দেখতে পাচ্ছি। দাম একটু বেশি মনে হচ্ছে। তবে অধিকাংশ কোম্পানিগুলো বড় আয়তনের ফ্ল্যাট তৈরি করে। একটু যদি ছোট ফ্ল্যাটে তারা গুরুত্ব দিতো তবে আমাদের মতো মধ্যবিত্তরা উপকৃত হতো।

২৯ নম্বর স্টলের কোম্পানি টিএম অ্যাসেটস-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজিব বলেন, আমরা চাহিদানুযায়ী ফ্ল্যাট তৈরির চেষ্টা করেছি। দুদিনে বেশ কয়েকটি সেল হয়েছে। ফ্ল্যাটের চাহিদা এখন বেশ ভালো।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!