X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘গয়না সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তাও দেয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩

গয়না কেবল শখ ও সৌন্দর্যই না- এটি সঞ্চিত সম্পদও। বাংলাদেশের সংস্কৃতিতে গয়নার সম্পৃক্ততা গভীর। পাশাপাশি যেকোনও বিপদে জীবনের নিরাপত্তায় সঞ্চিত সম্পদ হিসেবে কাজে আসে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বাজুস ফেয়ার-২০২৪ এ ‘সেলেব্রিটিদের লাইফস্টাইলে গয়না’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন বক্তারা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, আমরা স্বর্ণকে দুঃসময়ের বন্ধু হিসেবে রাখি। অনেক বাংলা সিনেমায় দেখা যায়, ছেলের চাকরি হচ্ছে না, মা এসে তার শেষ সম্বলটুকু দিয়ে বলে কিছু একটা কর। এটা কিন্তু জীবন থেকে নেওয়া, জীবনের অংশ। মেয়েদের যেহেতু একসময় সঞ্চয়ের ব্যবস্থা সেভাবে ছিল না- সেই জায়গা থেকে গয়নাকে মেয়েরা মূল্যবান সম্পদ হিসেবে দেখে।

সভাপতির বক্তব্যে বাজুসের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. দিলীপ কুমার রায় বলেন, এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে সেলেব্রিটিরা। আশা করি, সেলেব্রিটিরা বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অলংকার ব্যবহার করবেন।

চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা বলেন, গয়না সৌন্দর্যের প্রসাধনী ও সম্পদ। বাংলার ঐতিহ্য হলো সোনার গয়না।

নৃত্যশিল্পী শামীম আরা নিপা বলেন, এটি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদের ধরে রাখা জরুরি। গয়না আমাদের বিভিন্ন সময়ের স্মৃতিও। সুতরাং, স্মৃতি বলি আর ঐতিহ্য বলি, এর বিকল্প নেই।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, জুয়েলারি একটি অ্যাসেট। পাশাপাশি এটি স্মৃতির কথা বলে। বিপদে কাজে দেয়। স্বর্ণে বিনিয়োগ করলে সেটির দাম দ্বিগুণ পাওয়া যায়।

অভিনেত্রী তমা মির্জা বলেন, ছেলেরা টাকা জমায় গাড়ি কেনার জন্য আর মেয়েরা টাকা জমায় গয়না কেনার জন্য। গাড়ির পরে বিক্রয়মূল্য পাওয়া যায় না। কিন্তু গয়নায় ভালো বিক্রয়মূল্য পাওয়া যায়। আমার মা সবসময় বলেন, জমি ও সোনার মূল্য আছে।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, গয়না শুধু সৌন্দর্যের বিষয় না প্রত্যেক নারীর জন্য সিকিউরিটি। গ্রামগঞ্জের মানুষ এখনও যারা ব্যাংকিং বোঝেন না তাদের কাছে একটাই ডিপোজিট সেটা হলো স্বর্ণ।

দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব।

এর আগে সকালে আইসিসিবিতে ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শুরু হয় তিন দিনের বাজুস ফেয়ার-২০২৪। বিশ্ববাজারে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া অলংকারের পরিচিতি বাড়াতে এই মেলার আয়োজন করা হয়।

বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। এ ছাড়াও জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফার দিচ্ছে।

/জেডএ/এফআর/
সম্পর্কিত
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
আরও কমলো সোনার দাম  
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই