X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ২০:৪৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০:৫৬

বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে আরও এক বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। রাজধানীতে চলমান চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি জানান, এরই মধ্যে এনডিবি বাংলাদেশে প্রায় ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। নতুন ঘোষিত এই অর্থ বেসরকারি খাতের পাশাপাশি হাসপাতাল, হাউজিংসহ সামাজিক অবকাঠামো উন্নয়নেও ব্যবহার করা হতে পারে।

চৌধুরী আশিক বলেন, ব্রিকস ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ধারণা প্রকাশ করেছেন। সম্প্রতি ওয়াসার সঙ্গে একটি প্রকল্প শুরু হয়েছে। এছাড়া তারা চায় সরকারি খাতের বাইরেও যেন অর্থায়ন করতে পারে।

বিনিয়োগকারীদের আগ্রহের বিষয় তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগকারীরা মূলত জানতে চাচ্ছেন—বাংলাদেশে ব্যবসা করলে কী সুবিধা পাবেন এবং যারা ইতোমধ্যে ব্যবসা করছেন, তারা কী ধরনের সমস্যা মোকাবিলা করছেন। পাশাপাশি লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সরকারের উদ্যোগ সম্পর্কেও তারা জানতে চাচ্ছেন।

বিডা চেয়ারম্যান জানান, এবারের সম্মেলনের মূল লক্ষ্য তাৎক্ষণিকভাবে বিনিয়োগ চুক্তি নয়, বরং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে কার্যকর নেটওয়ার্কিং গড়ে তোলা। আমরা চাই বাংলাদেশকে তারা গভীরভাবে চিনুক এবং ভবিষ্যতের বিনিয়োগ সম্ভাবনা অনুধাবন করুক।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, পুরো বিশ্ব এই ট্যারিফ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনকে চিঠি দিয়েছেন, যা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, সম্মেলনে অংশ নেওয়া একটি চীনা কোম্পানি সাড়ে তিন বছর ধরে লাইসেন্সের জন্য ঘুরছে, তবে তাদের নাম ও কারণ এক সপ্তাহের মধ্যে জানানো হবে। প্রতিষ্ঠানটি একটি বৃহৎ ম্যানুফ্যাকচারার বলে উল্লেখ করেন তিনি।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৭ এপ্রিল শুরু হওয়া চারদিনের এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ প্রায় ৪০টি দেশের বিনিয়োগকারী ও করপোরেট প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনের পাশাপাশি আমেরিকান একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক করেন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখন এক সম্ভাবনাময় গন্তব্য। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আমাদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কাতারের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সামিটে সরকারি খরচ দেড় কোটি টাকা, বিনিয়োগ ৩ হাজার ১০০ কোটি: বিডা
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট