X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রধান কার্যালয়ে সেনা-পুলিশ-বিজিবি মোতায়েন

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অব্যাহত, বন্ধ রয়েছে আমদানি কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৫, ১৭:৫২আপডেট : ২৪ মে ২০২৫, ১৭:৫৮

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে কর প্রশাসন পুনর্গঠনের উদ্দেশে জারি করা ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ বাতিলের দাবিতে আন্দোলনে উত্তাল দেশের শুল্ক ও কর প্রশাসন। আন্দোলনের অষ্টম দিনে এসে আমদানি কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এনবিআরের প্রধান কার্যালয়সহ মাঠপর্যায়ের বেশির অফিসে সব কার্যক্রম বন্ধ রয়েছে। কেবল রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম চালু রয়েছে।

শনিবার(২৪ মে) সকাল থেকে এনবিআরের সদর দফতরের সামনে সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। ভবনের নিচতলা ও চেয়ারম্যানের দফতর এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আন্দোলনকারীদের দাবি, সরকার যদি দাবি না মানে, তবে ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবাও বন্ধ করে দেওয়া হবে।

‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনে থাকা কর্মকর্তারা জানান, বিল অব এন্ট্রি অনলাইনে জমা দিলেও প্রসেসিং বন্ধ থাকায় বন্দরে আটকে পড়েছে আমদানিকৃত পণ্য। মাঠ পর্যায়ের কর, ভ্যাট ও কাস্টমস অফিসগুলোতেও কর্মবিরতি চলছে।

চার দফা দাবি

আন্দোলনরত কর্মকর্তারা চারটি মূল দাবি উত্থাপন করেছেন— ১. এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, ২. এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ, ৩. রাজস্ব সংস্কার সংক্রান্ত সুপারিশ জনসমক্ষে প্রকাশ, এবং ৪. সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এনবিআর সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ।

সরকারের পক্ষ থেকে অধ্যাদেশে ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনার আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, প্রস্তাবিত কাঠামো এনবিআর কর্মকর্তাদের মর্যাদা ও কার্যকারিতা হ্রাস করবে এবং প্রশাসনের ভারসাম্য নষ্ট করবে।

সারা দেশে অচলাবস্থা

ঢাকাসহ দেশের সব কর অঞ্চল, কাস্টমস হাউস ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা কর্মস্থলে উপস্থিত থাকলেও কোনও ধরনের দাফতরিক কাজ করছেন না। কেবল রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়। সরকারের ভাষ্য, নীতি ও বাস্তবায়ন আলাদা করার মাধ্যমে স্বার্থের দ্বন্দ্ব দূর করতেই এ উদ্যোগ। তবে এনবিআর কর্মকর্তারা বলছেন, অধ্যাদেশের বেশ কিছু ধারা বৈষম্যমূলক এবং এটি রাজস্ব প্রশাসনের স্থিতিশীলতা নষ্ট করবে।

সরকার ও আন্দোলনকারীদের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ১২ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন
রবি-সোমবার পূর্ণদিবস কর্মবিরতি, রাজস্ব খাতে অচলাবস্থা
সর্বশেষ খবর
পাবনার মুক্তিযোদ্ধাদের নামে স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম পরিবর্তন
পাবনার মুক্তিযোদ্ধাদের নামে স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম পরিবর্তন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত
বশিরের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ইনিংসে হারালো ইংল্যান্ড
বশিরের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ইনিংসে হারালো ইংল্যান্ড
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ১২ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ১২ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত