X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

বশিরের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ইনিংসে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, ২০:৪৯আপডেট : ২৪ মে ২০২৫, ২১:৩৯

৫৬৫ রানে ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিনেই ইংল্যান্ড জিম্বাবুয়েকে ২৬৫ রানে অলআউট করে ফলো অনে ফেলেছিল। দ্বিতীয় ইনিংসে একই দিনে আরও দুটি উইকেট তুলে নেয় তারা। তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছিলো স্বাগতিকরা। কিন্তু নতুন দিনের প্রথম সেশনে মাত্র এক উইকেট হারিয়ে জিম্বাবুয়ানরা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। শোয়েব বশির তার ঘূর্ণি জাদু দিয়ে সফরকারীদের বশীকরণ করলেন। এদিন দুই সেশনের মধ্যে আফ্রিকান দেশকে অলআউট করে ট্রেন্ট ব্রিজে চার দিনের একমাত্র টেস্টে ইনিংস ও ৪৫ রানে জিতেছে ইংল্যান্ড।

একদিন হাতে রেখে ইংল্যান্ডের জয়ে ছয় উইকেট নিয়েছেন বশির। এই স্পিনার ১৮ ওভার বল করে ৮১ রান দেন, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। ৭ রানে জিম্বাবুয়ে ২ উইকেট হারানোর পর শন উইলিয়ামস ও বেন কারানের ১২২ রানের জুটি ভেঙেছেন তিনি। ২ উইকেটে ৩০ রানে শনিবারের খেলা শুরু করেছিল তারা।

লাঞ্চ বিরতির খানিক আগে উইলিয়ামসকে ১২ রানের আক্ষেপে ভাসান বশির। ৮২ বলে ১৬ চারে ৮৮ রানে এলবিডব্লিউ হন জিম্বাবুয়ের ব্যাটার। ওই একটি উইকেট হারায় তারা প্রথম সেশনে।

বিরতির পর ফিরে কারান ৩৭ রানে বশিরের দ্বিতীয় শিকার। এরপর সিকান্দার রাজা ও ওয়েসলি মাধেভেরের শেষ প্রতিরোধ। বেন স্টোকস ৬৫ রানের জুটি ভেঙে দেন। সেকেন্ড স্লিপে হ্যারি ব্রুক বাঁ দিকে অ্যাক্রোবেটিক ডাইভ দেন, তার উঁচু করা ডানহাতে বল আটকে যায়। তার এই অসাধারণ ক্যাচ যেন বিশ্বাস করতে পারছিলেন না স্টোকস। মাধেভেরে ৩১ রান করে আউট হন। এই উইকেট পড়ার পর শুরু ধস।

বাকি সময়ে বশিরের ঘূর্ণিতে পরাস্ত হওয়ার মাঝে সিকান্দার শুধু একাই লড়াই করেন। তাতে ইনিংস ব্যবধানে হারের আশা জেগেছিল। কিন্তু ৬৮ বলে ৬০ রানে বশিরের পঞ্চম শিকার তিনি।

দশম উইকেটে ভিক্টর নিয়াউচি ও তানাকা চিভাঙ্গার জুটি ভাঙলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়। চিভাঙ্গাকে নিজের ষষ্ঠ উইকেট বানান বশির। রিচার্ড এনগারাভা অ্যাবসেন্ট হার্ট থাকায় ২৫৫ রানে থামতে হয় সফরকারীদের।

ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বশির।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
ফিরে দেখা: ১০ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১০ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো