X
বুধবার, ০৯ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ইসলামী ধারার ব্যাংক একীভূতকরণে এনবিএল থাকছে না: কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মে ২০২৫, ২১:১২আপডেট : ৩০ মে ২০২৫, ২২:২১

ইসলামী ধারার ব্যাংকগুলো একীভূতকরণের প্রক্রিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডকে (এনবিএল) অন্তর্ভুক্ত করার কোনও পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার (৩০ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ‘সম্প্রতি কয়েকটি সংবাদপত্রে গভর্নর ড. আহসান এইচ মনসুরের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে—ছয়টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে। তালিকায় ৫টি ইসলামী ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) নামও উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়।’

আরিফ হোসেন খান বলেন, ‘ন্যাশনাল ব্যাংক একটি প্রচলিত ধারার ব্যাংক। ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে এনবিএলকে সম্পৃক্ত করার কোনও সুযোগ নেই।’

এর আগে  বলা হয়েছিল, নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে ছয়টি ব্যাংককে একীভূত করে অস্থায়ীভাবে সরকারি মালিকানায় নেওয়া হবে। সংবাদমাধ্যমগুলো যেসব ব্যাংকের নাম উল্লেখ করে সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।

তবে বিষয়টি খণ্ডন করে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাথমিকভাবে ইসলামী ধারার দুর্বল পাঁচটি ব্যাংকের একীভূতকরণ পরিকল্পনা রয়েছে। এ প্রক্রিয়ায় এনবিএল অন্তর্ভুক্ত নয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ২৮ মে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এক অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘একীভূতকরণের আগেই সরকার সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ওপর মালিকানা প্রতিষ্ঠা করবে। এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, বরং তারা একটি অধিকতর শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন।’

কতগুলো ব্যাংক একীভূত হবে—এমন প্রশ্নে গভর্নর বলেন, ‘প্রথমে কয়েকটি ব্যাংক দিয়ে শুরু করবো। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি—এভাবে চলবে।’

/জিএম/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে
আকুর ২ বিলিয়ন ডলার পরিশোধ, রিজার্ভ দাঁড়ালো ২৯.৫৩ বিলিয়নে
ব্যাংক একীভূত না করার যৌক্তিকতা দেখাতে পারলে বিবেচনা করা হবে: গভর্নর
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা পেছাবে না: ট্রাম্প
শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা পেছাবে না: ট্রাম্প
সর্বাধিক পঠিত
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি