X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সৌর বিদ্যুৎ সংরক্ষণের উপায় অনুসন্ধান করতে হবে: জ্বালানি উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ২৩:০০আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২৩:০২

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, ‘রাতে ব্যবহারের জন্য উৎপাদিত সৌর বিদ্যুৎ সংরক্ষণ করে রাখার উপায় অনুসন্ধান জরুরি। নির্দিষ্ট সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু এই বিদ্যুতের সার্বক্ষণিক ব্যবহার কিভাবে করা যায় সেই চিন্তা করতে হবে। এখন অনেক আধুনিক প্রযুক্তি এসেছে। যাতে এই বিদ্যুতের সার্বক্ষণিক ব্যবহার করা যেতে পারে।’

শনিবার (২৪ অক্টোবর) বিকালে পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘দুনিয়ার কোথাও সৌর বিদ্যুৎ মেইন স্ট্রিম বা প্রধান বিদ্যুতের উৎস হিসেবে কাজ করে না। যেসব দেশে জল বিদ্যুৎ রয়েছে তারাই শতভাগ নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ দিয়ে চলতে পারে। কিন্তু আমাদের এখানে সেই সুবিধা নাই। ভবিষ্যতে নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আমদানি সম্ভব হলে নবায়নযোগ্য জ্বালানির শতভাগ বিদ্যুৎ দিয়ে চলা যাবে।’

তিনি বলেন, ‘ইজি বাইকের জন্য যদি আমরা দিনে বিদ্যুতের চার্জের ব্যবস্থা করতে পারি তাহলে সৌর বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে। যারা এখন রাতে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন। এজন্য পেট্রোল পাম্প এবং গ্যাস স্টেশনের ওপর সোলার দিয়ে ফাস্ট চার্জিং স্টেশন করা যেতে পারে।’

ওয়েবিনারে মূল প্রবন্ধে ইডকলের হেড অব রিনউয়েবল এনার্জি ইনামুল করিম পাভেল বলেন, ‘ছাদের সোলার থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। দেশের শিল্প কারখানা এবং সরকারি ভবনের ছাদ ব্যবহার করে এই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ইডকল এজন্য ১০ বছর মেয়াদি ঋণ দিচ্ছে। এখন ছাদের সৌর বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে ৫ টাকা ২২ পয়সা প্রতি ইউনিট। সোলার বিদ্যুতের উৎপাদন খরচ কমে আসাতে ভবিষ্যতে এর দাম আরও কমে আসবে। ২০২৫ সাল নাগাদ সৌর বিদ্যুতের উৎপাদন খরচ দাঁড়াবে প্রতি ইউনিট ৪ টাকা।’

ওয়েবিনার অনুষ্ঠানে স্রেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘একটি হেল্প ডেস্ক করছি এতে করে দেশের যে কোনও প্রান্ত থেকে আমাদের কাছে থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। রুফটপ সোলারের জন্য একটি বিজনেস মডেল তৈরি হয়ে আছে। গ্রিডের বিদ্যুতের চেয়ে অনেক কম খরচে এখান থেকে বিদ্যুৎ পাওয়া যায়।’

এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদের সঞ্চালনায় সেমিনারে আমেরিকা থেকে সোলাইক-এর দিদার ইসলাম, অস্ট্রেলিয়া থেকে জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার সালেক সুফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক, রহিম আফরোজ পাওয়ারের মনোয়ার মেজবাহ উদ্দিন, ইডকলের এসএম মনিরুল ইসলাম, জিআইজেড এর প্রকৌশলী আল মোদাব্বির বিন আনাম, ইস্টকোস্ট গ্রুপের তানজিল চৌধুরী বক্তব্য রাখেন।

/এসএনএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস