X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আবাসিকে গ্যাস সংযোগ স্থগিতের ১৯ মাস পর ডিমান্ড নোটের টাকা ফেরতের উদ্যোগ

সঞ্চিতা সীতু
২৭ ডিসেম্বর ২০২০, ১২:১৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১২:১৫

গ্যাস

আবাসিকে গ্যাস সংযোগ স্থগিতের আদেশ জারির ১৯ মাস পর গ্রাহকের ডিমান্ড নোটের টাকা ফেরত দিচ্ছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। কোন প্রক্রিয়ায় গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে আজ (রবিবার) বা কালকের (সোমবার) মধ্যে বিতরণ কোম্পানিগুলো তা জানাবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১৯ মাস আগে সরকারি আদেশ জারির পরও গ্রাহকের টাকা বিতরণ কোম্পানির অ্যাকাউন্টে থেকে যাওয়াতে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। এতে কেউ কেউ আশা করছিলেন ভবিষ্যতে হয়তো আবার সরকার গ্যাস সংযোগ দিলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

গত বছরের (২১ মে ২০১৯) আবাসিক, সিএনজি ও বাণিজ্যিকে নতুন করে আর কোনও গ্যাস সংযোগ না দেওয়ার জন্য আদেশ জারি করে সরকার। কিন্তু গ্রাহকেদের কাছ থেকে জমা নেওয়া ডিমান্ড নোটের টাকার কী হবে সে বিষয়ে তখন কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। গত সপ্তাহে জ্বালানি বিভাগ থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগের উপ-সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ২০১৯ সালের ২১ মে জারি করা আদেশে বলা হয়, ‘নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানাকে অগ্রাধিকার দিতে হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়া এবং ক্যাপটিভ পাওয়ারে উৎপাদন দক্ষতা কম থাকায় ক্যাপটিভ শ্রেণিতে নতুন গ্যাস সংযোগ দেওয়া নিরুৎসাহিত করতে হবে। ভবিষ্যতে সিএনজি, গৃহস্থালি ও বাণিজ্যিক শ্রেণিতে নতুন গ্যাস সংযোগ দেওয়া আগের মতো স্থগিত রাখতে হবে।’

জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল নুরুল্লাহ বলেন, ‘আমরা আবাসিকে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ করেছি ২০১৯ সাল থেকেই। কিন্তু আবেদন সে সময়ই অনেক জমে গিয়েছিল। অনেকেই ডিমান্ড নোট জমাও দিয়ে ফেলেছিলেন। এই ডিমান্ড নোটের টাকা কী করবো সে বিষয়েই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এখন আমরা সে অনুযায়ী কাজ করছি।’ 

জ্বালানি বিভাগ সূত্র বলছে, এখনও আগের মতোই স্থগিতই রাখা হচ্ছে। ভবিষ্যতে গ্যাসের সরবরাহ বৃদ্ধির সঙ্গে এ বিষয়টি বিবেচনা করা হবে।

এখন দেশের মোট গ্যাস মজুতের পরিমাণ ১০টিসিএফের নিচে নেমে এসেছে। এলএনজি আমদানি করে চাহিদা পূরণ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার গৃহস্থালির জ্বালানির চাহিদা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দিয়ে মেটানোর চিন্তা করছে। এজন্য গ্রাহকদের জন্য এলপিজি ন্যায্য মূল্যে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

আর কখনোই কি আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে না– এমন প্রশ্নের জবাবে জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের সাগরের পুরোটা এখনও রয়ে গেছে। সেখানে কি আছে না আছে আমরা জানি না। দেখা গেলো সেখানে বড় কোনও গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলো। তাহলে তো আমাদের গ্যাসের চাহিদা বৃদ্ধি করতে হবে। চাহিদা না থাকলে তখন গ্যাস উত্তোলন করা যাবে না। সঙ্গত কারণে ভবিষ্যতের সব সিদ্ধান্ত এখনই চূড়ান্ত করে রাখা এখনই কঠিন।’

প্রসঙ্গত,  ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সরকার দেশে গ্যাস সংকটের কথা বলে আবাসিক সংযোগ বন্ধ করে দেয়। এরপর ২০১৩ সালের শেষের দিকে আবার আবাসিক সংযোগ চালু করে। কিন্তু ওই বছর নির্বাচনের পর আবার অলিখিতভাবে জ্বালানি বিভাগ থেকে বিতরণ কোম্পানিকে আবাসিকে নতুন আবেদন নিতে নিষেধ করে দেওয়া হয়। তবে ২০১৯ সালে লিখিত ভাবে আবাসিক সংযোগ স্থগিত রাখার আদেশ জারি করা হয়। এর এখন যাদের কাছ থেকে ডিমান্ড নোটের টাকা জমা নেওয়া হয়েছিল তাদেরও টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।

 

 

 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ