X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এলপিজির দাম নির্ধারণে আবারও গণশুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ২০:৩৬আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২০:৩৮

চলতি বছর দ্বিতীয়বারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণে গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট (রবিবার) এই শুনানি হবে। এক গণবিজ্ঞপ্তিতে বিইআরসি এই তথ্য জানায়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ আগস্ট রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুরু হবে এই শুনানি। এক দিনে যদি আলোচনা শেষ করা না যায় তাহলে আরও একদিন অর্থাৎ ১৮ আগস্টও রাখা হয়েছে শুনানির সুযোগ। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের মতামত বিইআরসিকে পাঠানো যাবে। এছাড়া শুনানিতে অংশ নিতে চাইলেও ১৬ আগস্টের মধ্যে জানাতে হবে।

বিইআরসি জানায়, বেসরকারি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ, রিটেইলার চার্জ ইত্যাদি বিষয়ে এই শুনানি হবে।

এর আগে গত ৭ জুলাই শুনানির তারিখ নির্ধারণ করা হলেও করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শুনানি স্থগিত করা হয়।

প্রসঙ্গত, চলতি বছর ১২ এপ্রিল প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এলপিজির একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। এই দাম নির্ধারণের আগে গত ১২ জানুয়ারি প্রথমবারের মতো এলপিজি নিয়ে গণশুনানি করে কমিশন।

এরপর প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিলো বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকর করেনি তারা।

এ বিষয়ে জানতে চাইলে কমিশনের পরিচালক (গ্যাস) মকবুল ই ইলাহী বলেন, লাইসেন্সধারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন আইনের ৩৪ (৬) ধারা অনুযায়ী এই শুনানি করা হবে। সেখানে বলা হয়েছে, লাইসেন্সধারীরা আবেদন করলে শুনানি করে সবার মতামত নেওয়া হবে। সেই অনুযায়ী তারিখ নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-লোয়াব বারবার বলছিলো- আমরা যে দাম নির্ধারণ করছি তার সাথে পরিবহন ব্যয়সহ অন্য চার্জগুলো আমরা যা ধরেছি তা অনেক কম। তারা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চায়। তাদের আবেদনের কারণে আমরা আবার গণশুনানিতে যাচ্ছি।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমলো, আজ থেকেই কার্যকর
আরও বাড়লো এলপিজির দাম
এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা