X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ: দুই কারখানা বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ১৮:২৬আপডেট : ২৫ মে ২০২২, ১৮:২৬

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও দুইটি কারখানা বন্ধ করে দিয়েছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মে) কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের দ্বিতীয় দিনের অভিযানে এই জরিমানা করা হয়েছে। এর আগে গত ২৩ মে সোমবার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।

প্রসঙ্গত, বৈধ সংযোগের চেয়ে পাঁচ গুণ বেশি অবৈধ সংযোগ ছাড়াও বৈধ গ্রাহকদের কাছে ৬৭ কোটি টাকা বকেয়ার অভিযোগে গত ১০ মে  সন্ধ্যা থেকে  কামরাঙ্গীরচরে সব গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস বিতরণ কোম্পানি।

তিতাসের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ গ্রাহকদের শায়েস্তা করতে গ্যাসের বাল্ব খুলে আনা হয়েছে। এজন্য বৈধ গ্রাহকদের গ্যাসও বিচ্ছিন্ন হয়ে গেছে। 

বর্তমানে আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক মিলিয়ে কামরাঙ্গীরচরে তিতাসের গ্রাহক রযেছে ১২ হাজারের মতো।

কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ: দুই কারখানা বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা ১০ মে থেকে এখনও পর্যন্ত গ্যাসহীন রয়েছেন ওই এলাকার গ্রাহকরা। তিতাস বলছে, বকেয়া আদায় এবং সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা না পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবারের অভিযানের বিষয়ে জানতে চাইলে তিতাসের উত্তর জোনের এক কর্মকর্তা জানান, গতদিনের মতো আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেছি। সকালে ঝাউলাহাটি থেকে এই অভিযান শুরু  হয়। এ সময় প্রচুর অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই এলাকায় দুইটি কারখানা খুঁজে পেয়েছি, যাতে অবৈধ গ্যাস সংযোগ ছিল। সংযোগ বিচ্ছিন্ন করাসহ ওই কারকানাকে জরিমানা করা হয়েছে। তবে মালিককে আমরা খুঁজে পাইনি।

তিনি জানান, অবৈধ সংযোগ পুরোপুরি বন্ধ ও বকেয়া পরিশোধ না করলে গ্যাস সংযোগ চালু করা হবে না কামরাঙ্গীরচর এলাকায়।

তিতাসের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ঝাউলাহাটি এলাকার রবিন ফুড প্রোডাক্টসের কারখানায় গ্যাস লাইনের অবৈধ  সংযোগ নিয়ে পণ্য তৈরি করছিল। কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার এ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। কিন্তু আবারও সংযোগ নিয়ে চলছিল কারখানাটি। তবে অভিযানের সময় মালিক জসিম হাজারীকে পাওয়া যায়নি। তিতাস বলছে, যে পরিমাণ গ্যাস পুড়িয়েছে কারখানাটি, সে হিসাবে মাসে প্রায় একলাখ টাকা, আর বছরে প্রায় ১২ লাখ টাকার গ্যাস পুড়িয়েছে কারখানাটি।

এদিকে ১৫ দিন ধরে গ্যাস বন্ধ থাকায় এলাকাবাসীর দাবি, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে একাধিকবার অভিযান চালানো হলেও তিতাসের অসাধু কর্মচারী, আর স্থানীয় জনপ্রতিনিধিদের কারণে ফের গ্যাসের অবৈধ সংযোগ পায় এক শ্রেণির মানুষ।

এলাকাবাসী বলছেন, কাঠ ও কেরোসিনের চুলায় রান্না করে, আর হোটেলে খেয়ে চরম ভোগান্তিতে আছেন তারা। কবে এই ভোগান্তি শেষ হবে তাও  জানা নেই তাদের।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী