X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এলএনজির চুক্তিতে ভর করে জ্বালানি সংকট থেকে উত্তরণের চেষ্টা

সঞ্চিতা সীতু
২৮ নভেম্বর ২০২২, ১২:০১আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১২:০১

বিভিন্নভাবে জ্বালানি সংকট কাটানোর চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে সরকার স্থায়ী এলএনজি (তরলিকৃত প্রাকৃতিক গ্যাস) চুক্তির চেষ্টা করছে। তবে কোম্পানিগুলোর সঙ্গে চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করছে পেট্রোবাংলা।

দীর্ঘমেয়াদে এলএনজি কেনার জন্য ব্রুনাইয়ের সঙ্গে শিগগিরই চুক্তির আশা করা হচ্ছে। ব্রুনাই ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আরও কিছু কোম্পানির সঙ্গে সরকার যোগাযোগ করছে। এখন বিষয়গুলো আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, আমাদের দেশীয় গ্যাসের উৎপাদন কমছে। এই ঘাটতি মেটাতে সরকার বিদেশ থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেয়। আমদানি করে আনা এলএনজি দেশে রিগ্যাসিফিকেশন করা হয়, পরে সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়। শিল্প খাতে, বিদ্যুৎ উৎপাদনে, গৃহস্থালী কাজে বা চুলায়, সিএনজি স্টেশনসহ গ্যাসের ব্যবহার হয় যেসব খাতে, সব খাতেই এলএনজি ব্যবহৃত হচ্ছে। 

সরকার এক হাজার মিলিয়ন টন এলএনজি আমদানি করতে চাইলেও গত বছর আমদানির পরিমাণ ছিল ৫ দশমিক ৫ মিলিয়ন টন। তবে আগামী বছর এই পরিমাণ এলএনজি আসা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। স্পট মার্কেট থেকে এলএনজি আনা সম্ভব না হলে এক দশমিক ১২ মিলিয়ন টন এলএনজি কম আসবে। দীর্ঘমেয়াদী চুক্তি না করে চাহিদা অনুযায়ী টেন্ডারের মাধ্যমে সরকার যে এলএনজি কেনে সেটাকেই স্পট মার্কেট বলা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে দেশে যে পরিমাণ জ্বালানি সংকট তৈরি হবে তা মোকাবিলা করা কঠিন হয়ে উঠতে পারে। এর জন্য সরকারকে বিদ্যুৎ উৎপাদনে তরল জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এই তরল জ্বালানি নির্ভর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় অত্যাধিক হওয়ায় এবার ফোর্স লোডশেডিং করেছে সরকার।

পেট্রোবাংলা বলছে, স্থায়ী বা দীর্ঘমেয়াদি চুক্তিতে বছরে সরকার কাতার ও ওমানের কাছ থেকে ৩ দশমিক ৯৩ মিলিয়ন এলএনজি পেয়ে থাকে। প্রতিদিন যা দিয়ে গড়ে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হয়। কিন্ত এলএনজি সরবরাহের পরিমাণ বাড়াতে হলে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বাড়াতে হবে।

কিন্তু ইউক্রেন রাশিয়া সংকটের কারণে স্পট মার্কেটের এলএনজির ওপর চাপ বেড়েছে। আগে যেখানে প্রতি এমএমবিটিইউ এলএনজি ৭ থেকে ৮ ডলারে স্পট মার্কেটে পাওয়া যেত, যুদ্ধের কারণে তা বেড়ে মাঝে ৫৫ ডলার হয়। এখন অবশ্য এই দাম ২৫ ডলারে নেমে এসেছে। তবে স্পট মার্কেট থেকে সরকার যে দামে এলএনজি কিনতো এখনও সেই দামের তিনগুণে স্পট মার্কেটে এলএনজি বিকিকিনি হচ্ছে। ফলে চাইলেই সরকার এখনই স্পট মার্কেটের এলএনজি কিনতে পারছে না।

সরকারের তরফ থেকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য দীর্ঘমেয়াদি এলএনজি আনার চুক্তি করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ব্রুনাই সফর করে। ওই প্রতিনিধি দলের সদস্যরা বলছেন, ব্রুনাই সরকারের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেখান থেকে দীর্ঘমেয়াদে এলএনজি পাওয়া যেতে পারে। অন্যদিকে কাতারকেও এলএনজি সরবরাহ বৃদ্ধির অনুরোধ করেছে সরকার।

এলএনজির দাম নির্ধারণের একটি ফর্মুলা আছে। সাধারণত তেলের দামের ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করা হয়। কিন্তু স্পট মার্কেটে এলএনজি কেনার ক্ষেত্রে সেই ফর্মুলা কাজ করে না। কোম্পানিগুলো যখন যেখানে বেশি পায় সেখানেই এলিএনজি বিক্রি করে। স্পট মার্কেটে এলএনজির চাহিদার ওপর দাম নির্ধারণ করে।

এই বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ব্রুনাইয়ের বৈঠকের পর জানান, সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রুনাই দারুসসালাম হতে বার্ষিক ১ থেকে ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি ২০২৩ সালের প্রথম থেকেই পেতে চাচ্ছি।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, ১০-১৫ বছর মেয়াদী চুক্তি হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে ব্রুনাই থেকে বছরে গড়ে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন ডিজেল ডেফার্ড পেমেন্টে আমদানির বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে নতুন করে চুক্তি করতে হবে।

 

/এফএস/
সম্পর্কিত
বিদ্যুৎ উৎপাদনে দিনে কতটুকু গ্যাস পাওয়া যাবে?
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আতঙ্কে দিন কাটছে কলোনির বাসিন্দাদের
ইভিসি মিটার স্থাপনে কচ্ছপ-গতিও নেই
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়