X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

বাড়ানো হলো কাফকো সার কারখানায় সরবরাহকৃত গ্যাসের দাম  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:০৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:২৪

কর্ণফুলী সার কারখানায় (কাফকো) সরবরাহ করা গ্যাসের দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার ৩০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৮ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি বিভাগ বেসরকারি সার কারখানার ব্যবহার করা গ্যাসের দাম বাড়ানোর কথা জানিয়েছে।

জাপান, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগে ১০০ একর জমির ওপর নির্মিত এই সার কারখানায় গ্যাস সরবরাহ করে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি। সরকার সার উৎপাদনে ভর্তুকি মূল্যে গ্যাস সরবরাহ করে। এই দাম প্রতি ঘনমিটারে ১৬ টাকা। দেশের সরকারি সার কারখানাগুলো যেহেতু ভর্তুকি দরে সার বিক্রি করে, সেজন্য তাদের কম দামে গ্যাস দেওয়া হয়।

জ্বালানি বিভাগ জানায়, কাফকো একটি বেসরকারি প্রতিষ্ঠান, তারা সরকারের কাছে প্রতিযোগিতামূলক দরে সার বিক্রি করে। কাফকোর সঙ্গে গ্যাস বিতরণের ক্ষেত্রে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির একটি চুক্তি রয়েছে। গ্যাসের আন্তর্জাতিক বাজার দর এবং ডলারের দরের ওপর ভিত্তি করে ওই চুক্তিটি প্রণয়ন করা হয়।

জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি দেশের বিদ্যুৎ এবং শিল্প কারখানার জন্য গ্যাসের দাম বাড়ানো হয়। তখন থেকে দেশের মাঝারি, ভারী শিল্পের পাশাপাশি শিল্পের ক্যাপটিভ পাওয়ারে (নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত বিদ্যুৎ) গ্যাসের দাম বাড়িয়ে ঘনমিটার প্রতি ৩০ টাকা করা হয়।

তবে চুক্তি নবায়ন করে গত বছর ২৬ মে কাফকোর গ্যসের দাম নির্ধারণ করা হয়েছিল। দেশের অন্য গ্যাসের দাম যা-ই থাকুক না কেন, কাফকোর গ্যাসের দাম তাদের সঙ্গে থাকা চুক্তি অনুযায়ী নির্ধারিত হয় বলে জ্বালানি বিভাগ সূত্র জানায়।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমলো, আজ থেকেই কার্যকর
আরও বাড়লো এলপিজির দাম
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার