X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

১১ আগস্টের আগে গ্যাস সংকট কাটছে না

সঞ্চিতা সীতু
০২ আগস্ট ২০২৪, ১০:০৪আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১০:০৪

সামিটের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সংকট দেখা দিয়েছে। আগামী ১১ আগস্ট থেকে সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল আবার সরবরাহ শুরু করতে পারবে বলে জানা গেছে। এতে সাম্প্রতিক সময়ের গ্যাস সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালে টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি সিঙ্গাপুরে নেওয়া হয় মেরামতের জন্য। এর ফলে কয়েক মাস ধরেই দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প, বাণিজ্য; এমনকি বাসা-বাড়িতেও গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।

এদিকে গত বুধবার পেট্রোবাংলার সর্বশেষ হিসাবে ২ হাজার ৬৩৪ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে সরবরাহ করেছে। এর মধ্যে একটি এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ করা হয়েছে ৬০৫ মিলিয়ন ঘনফুট। বাকিটা দেশের গ্যাস খনি থেকে পাওয়া গেছে।

দেশে সামিট ছাড়াও মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির একটি ভাসমান টার্মিনাল রয়েছে। ওই টার্মিনাল দিয়েই এলএনজি পাওয়া যাচ্ছে এখন।

ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ১৩ জুলাই সামিটের এলএনজি টার্মিনাল বাংলাদেশের উপকূলে এসে পৌঁছায়। তখন পেট্রোবাংলার তরফ থেকে বাংলা ট্রিবিউনকে বলা হয়েছিল, আগামী ১৫ দিনের মধ্যে গ্রিডের সঙ্গে পাইপলাইন জুড়ে দিলেই আবার সরবরাহ করতে পারবে টার্মিনালটি। সেই হিসাবে ২৮ জুলাই এই টার্মিনাল আবার উৎপাদনে আসার কথা ছিল।

বুধবার কয়েকটি গণমাধ্যমকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সামিটের এলএনজি টার্মিনালের গাস সরবরাহ করতে আর ১০ দিন সময় প্রয়োজন হবে।

প্রতিমন্ত্রীর এমন বক্তব্যর পর বৃহস্পতিবার সামিটের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন পদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা চেষ্টা করছি। আশা করছি ১১ আগস্ট থেকেই গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।’

তবে তিনি জানান, যেহেতু এখন সাগর কিছুটা উত্তাল থাকে, তাই কিছুটা দেরিও হতে পারে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

সামিটের আনুষ্ঠানিক বক্তব্য জানার জন্য সামিট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খানকে হোয়াটসঅ্যাপে কলা করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাগরের নিচে পাইপলাইনের কাজে বিশেষ জটিলতা রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক আবহাওয়া সেটিকে আরও কঠিন করে তুলেছে। আন্তর্জাতিক লাইসেন্স রয়েছে এবং যারা বিশেষভাবে পারদর্শী, তারাই মুরিং সিস্টেমের কাজ করছেন। আমরা আশা করছি আগামী ১০ দিনের মধ্যে এই কাজ শেষ হবে। কিন্তু সাগরের ৩০ মিটার গভীরতা এবং বৈরী আবহাওয়ায় আমাদের কাজে কোনও কারণে দেরিও হতে পারে।’

এর আগে গত ৪ জুলাই সংবাদ সম্মেলন করে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।

দেশে এখন মোট গ্যাসের চাহিদা রয়েছে দৈনিক ৪ হাজার মিলিয়ন ঘনফুট। কিন্তু দুটি টার্মিনাল সচল থাকলে তিন হাজার ১০০ থেকে তিন হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

তবে একটি টার্মিনালের সর্বোচ্চ ব্যবহার করে এখন সরবরাহ করা হচ্ছে গড়ে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। এতে অন্তত ৫০০ মিলিয়ন ঘনফুটের অতিরিক্ত ঘাটতি সৃষ্টি হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সঙ্গে শিল্পকারখানায়ও সংকট সৃষ্টি হয়েছে। বাসাবাড়িতেও ঘাটতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না।

/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন