X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
খালেদার ঐক্যের ডাক

বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ বিশিষ্টজনদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৬, ০৪:০৭আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১১:০৫

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ার প্রশ্নে জামায়াতকে নিয়ে বিএনপির অবস্থান পরিস্কার করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার দিবাগত রাতে খালেদা জিয়াকে এ পরামর্শ দেন কয়েকজন বুদ্ধিজীবী। এ দিন রাত সোয়া আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই ছিলেন। অ্যাডভোকেট শাহদীন মালিক অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বৈঠকে তাকে দেখা যায়নি।

খালেদার ঐক্যের ডাক

বৈঠকে অংশ নেওয়া একাধিক বুদ্ধিজীবী জানিয়েছেন, খালেদা জিয়ার জাতীয় ঐক্য গড়ার বিষয়টিকে স্বাগত জানানো হলেও জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ।একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটির সঙ্গে বিএনপির সম্পর্কের ধরণ নিয়েও আলোচনা হয় সাংবাদিক-বুদ্ধিজীবীদের এ বৈঠকে।

বৈঠকে অংশ নেওয়া একজন প্রবীণ সাংবাদিক জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ডান, বাম প্রগতিশীল সবাইকে ঐক্যবদ্ধ করতে হলে আগে বিএনপিকে এটি ঠিক করতে হবে যে, তারা জামায়াতের সঙ্গে কোন প্রক্রিয়ায় সম্পর্ক রাখবে। ১৯৭১ সালের কৃতকর্মের জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে। তা না হলে জামায়াতকে আলাদা রেখে ১৯৯১ সালের আদলে কাজ করতে হবে।

বৈঠক সূত্র দাবি করে, জামায়াত ইস্যুতে জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন আইনজীবী রফিক উল হক।

সভা শেষে জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, জামায়াতের পিতৃ-পুরুষেরা অন্যায় করেছে। মুক্তিযুদ্ধেও বিরোধিতা করেছে। একবার গোলাম আজম ক্ষমা চেয়েছিলেন। দলীয়ভাবে জামায়াতকে জাতির সামনে তাদের পূর্ব পুরুষদের কার্যকলাপের জন্য ক্ষমা চাইতে হবে।

সূত্রের ভাষ্য, খালেদা জিয়া মূলত বিশিষ্টজনদের কাছ থেকে জাতীয় ঐক্য গড়ার বিষয়ে পরামর্শ চান। কিন্তু তিনি কোন প্রক্রিয়ার এটি করতে চান তা স্পষ্ট করেননি। সভায় উপস্থিত ব্যক্তিরা এই প্রক্রিয়ার সঙ্গে আওয়ামী লীগসহ সব দলকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

কেউ কেউ আওয়ামী লীগসহ সব দলের সঙ্গে পর্যায়ক্রমে চা চক্র বা মতবিনিময় করার পরামর্শ দেন। প্রয়োজনে এ জন্য আওয়ামী লীগকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, সভায় গুলশান হামলা নিয়ে আলোচনা হয়েছে। সবাই জাতীয় ঐক্য সুদৃঢ় করার পরামর্শ দিয়েছেন। সবাই একসঙ্গে মিলে এই সংকট অতিক্রমের বিষয়ে কথা হয়েছে।

বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, নয়া দিগন্তের সম্পাদক মহিউদ্দীন আলমগীর, সংগ্রামের আবুল আসাদ, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন:

খালেদার ডাক প্রত্যাখ্যান করে আ.লীগ সংকীর্ণতার পরিচয় দিয়েছে: ফখরুল

সারাদেশে একই খুতবার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের, সমালোচনা আলেমদের

২০১৬ সালে বাংলাদেশে আইএস দাবিকৃত হত্যাযজ্ঞের পরিসংখ্যান প্রকাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন