X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘দুর্ভাগ্যবশত আমাদের দলে কোনও কোহলি নেই..’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪

মুশফিকুর রহিম বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। তার রেকর্ড ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ভারত। ওই ইনিংসই মূলত ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে।

এমন উইকেটে বাংলাদেশ যথেষ্ট স্কোর না করায় বিস্ময় প্রকাশ করেছেন কোহলি, ‘মূল ক্রিকেট খেলতে পারলেই রান করা যেত।’

কোহলির পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। কোহলির প্রসঙ্গ তুলে ধরতেই আক্ষেপ করে বললেন, ‘আমাদের তো আর কোহলি নেই…।’

রবিবার চতুর্থদিন শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। ম্যাচে হার এড়াতে হলে সোমবার পুরো ৯০ ওভার টিকে থাকতে হতো টাইগারদের। কিন্তু শুরুতেই সাকিব, এরপর মুশফিক ফিরে গেলে সেই সম্ভাবনাটুকু ফিকে হয়ে যায়।

মুশফিক অবশ্য ব্যাটসম্যানদের দুষছেন না। তার মতে ভালো বলেই আউট হয়েছে সবাই, ‘বিরাট কোহলির মতো যদি বেসিক সবার হতো তাহলে সবার গড় ৫০ করেই থাকতো। সেক্ষেত্রে ৭ উইকেটও লাগতো না। চারজন ব্যাটসম্যান নিয়েই ম্যাচ ড্র করা যেত। দুর্ভাগ্যবশত আমাদের দলে কোনও বিরাট কোহলি নেই। আমি যতটুকু বলতে ভারতের অন্য সময়ের চেয়ে এই উইকেট অনেক ভিন্ন। সাকিব কিন্তু একটা শটও বাজে খেলেনি। তারপরও সাকিব আউট হয়ে গেছে। এখানে সবাই বেসিক ক্রিকেটই খেলার চেষ্টা করেছে। রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই যেভাবে আউট হয়েছে, সেটাতে তার দোষ দেওয়া যায় না। সাব্বির লাইন মিস করেছি। ভুল ধরার চেয়ে, আমার মনে হয় এই কন্ডিশনে আমরা আরও কতক্ষণ খেলার সুযোগ তৈরি করতে পেরেছি সেটা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও যোগ করেন, ‘এমন কন্ডিশনে আমরা আরও ২-৩টি ম্যাচ খেললে পরিস্থির সঙ্গে মানিয়ে নিতে পারতাম। সামনে এমন ‍সুযোগ থাকলে চেষ্টা করব আমার বেসিকটা যেন আরও শক্ত থাকে। যেন বেসিক দিয়ে টেস্ট ড্র করতে পারি!’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!