X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এই টেস্টের নিয়ন্ত্রণ ফেরত পাওয়া বড়ই কঠিন কাজ

গাজী আশরাফ হোসেন লিপু
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০

এই টেস্টের নিয়ন্ত্রণ ফেরত পাওয়া বড়ই কঠিন কাজ প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের পরই ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাত থেকে বের হয়ে গেছে, ভরসা ছিল দ্বিতীয় ইনিংসে দারুণ বল করে যদি ১৭৫ রানের মধ্যে আফগানদের অলআউট করা যায়। আফগানরা রান যতই করুক, আমাদের বোলিংয়ের নিশানাটা প্রথম ইনিংসের চেয়ে মোটেই ভালো হয়নি। তৃতীয় দিনের পুরানো পিচ থেকে আরও অনেক বেশি ফায়দা তুলে নেওয়া উচিত ছিল। দ্বিতীয় ইনিংসে আফগান ব্যাটসম্যানরা ২৩টি চার ও ৮টি ছক্কা মেরেছে এবং বেশ কিছু শট গ্যাপ খুঁজে পায়নি। এই চার ও ছয় মারার পরিসংখ্যানই বলে দেয় আমরা কী পরিমাণ লুজ ডেলিভারি করেছি এবং প্রতিপক্ষ চমৎকার ফুটওয়ার্কের প্রদর্শন করে ছয়গুলো মেরেছে।

নবাগত দল হিসেবে আফগানদের ব্যাটিং সবার বাহবা ‍কুড়িয়েছে। আমাদের স্পিন বোলিং আক্রমণের ভালো ডেলিভারিগুলো খেলার ব্যাপারে তারা তাদের দারুণ স্কিল ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আজ রহমত শাহ ব্যর্থ হয়েছেন, কিন্তু ইব্রাহিম জাদরান ঠিকই বুক চিতিয়ে লড়াই করলেন। আসগর আফগান তার ৫০টি তুলে নিয়ে এই টেস্টে ধারাবাহিকতা বজায় রাখলেন। তার ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি যে, তিনি কোনও ধরনের চাপের মাঝে ব্যাট করছেন। আফগান ব্যাটসম্যানদের ফ্রন্টফুটের পাশাপাশি ব্যাকফুটের ওপর নির্ভর করে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করাটা আমাদের নজর কেড়েছে।

পক্ষান্তরে তৃতীয় দিনের সকালে আরেকটু ধৈর্য্যশীল ব্যাটিং আশা করেছিলাম তাইজুল ইসলামের কাছ থেকে, তার আক্রমণাত্মক শট খেলার চেয়ে পিচে টিকে থাকার কাজটার দিকে বরাবরের চেষ্টাই দেখতে চেয়েছিলাম। বল হাতে আফগান স্পিনাররা ঈর্ষা জাগানোর মতোই বল করেছেন।

আফগানদের দ্বিতীয় ইনিংসে আমাদের শুরুটা দারুণ করলেন দলনায়ক সাকিব, কিন্তু অন্য কোনও বোলার একই সময়ে উইকেট তুলে নিতে না পারায় প্রাথমিক চাপটা ঠিকই আফগানিস্তান মোকাবিলা করে উল্টো চাপে ফেলে দেয় বাংলাদেশকে।

এই পিচের আচরণ আমার কাছে ভালোই মনে হয়েছে তৃতীয় দিনে, বল গড়ে ৫ ভাগ টার্ন করেছে। তবে চতুর্থ দিনে আফগান রিস্ট স্পিনাররা টার্নটা হয়তো একটু বেশি পাবেন, তাদের পেসার ইয়ামিন আহমদজাই তার ফুটমার্ক থেকে কিছু ক্ষতের সৃষ্টি করবেন, যা আমাদের ব্যাটসম্যানদের ভোগাতে পারে। এছাড়া বল লাফিয়ে ওঠা বা নিচু হওয়ার প্রবণতা এই পিচে থাকবে না বলে আমার বিশ্বাস।

ইতোমধ্যে ৩৭৪ রানে এগিয়ে গেছে আফগানরা এবং কিছু রান আরও যোগ হতে পারে। কঠিন এক অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ। চলমান তিন ইনিংসে কোনও কিছুই আমাদের মনমতো হয়নি। তাই চতুর্থ ইনিংসে গিয়ে অসাধারণ পারফরম্যান্স করাটা মুশকিল, তবে অসম্ভব নয়। এত বড় রান চেজ করে জিততে হলে তিন-চারটি বড় পার্টনারশিপ খুবই প্রয়োজন। সেই মানসিক প্রস্তুতি আজ রাতেই খেলোয়াড়দের নিতে হবে, কারণ এই ম্যাচ জিততে হলে যে পঞ্চম দিন পর্যন্ত আমাদের লড়াই করতে হবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন