X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নতুন ওয়ার্ডগুলোতে ছিল উৎসবের আমেজ

শফিকুল ইসলাম
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১

 

নতুন ওয়ার্ডগুলোতে ছিল উৎসবের আমেজ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনি এলাকার নতুন সংযুক্ত ওয়ার্ডগুলোয় সকাল থেকে ভোটগ্রহণ হয়েছে উৎসবের আমেজে। এসব ওয়ার্ডে ভোট দিতে কোথাও লাইনে দাঁড়াতে হয়েছে, আবার কোথাও লাইনই ছিল না। ভোটাররা স্বাচ্ছ্যন্দে ভোট দিয়ে চলে গেছেন। রাজধানীর ডেমরা, ডগাইর, কাউন্সিল, মাতুয়াইল, কাজলা, রায়ের বাগ, শনির আখড়া, নন্দীপাড়া ঘুরে দেখা গেছে, এসব এলাকায় যেন ঈদের আমেজ বিরাজ করছে।

ঢাকা দক্ষিণের ৬৫ নম্বর ওয়ার্ডের মোঘলনগর এলাকার স্থায়ী বাসিন্দা আনোয়ারা বেগম। ৬০ বছর বয়সী এই নারী জীবনে প্রথম ইভিএমে ভোট দিয়েছেন মাতুয়াইল পাড়া ডগাইর এলাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি জানান, খুবই সহজ পদ্ধতি। অনেকেই ভয় দেখিয়েছিল। মেশিনের ভোট, ঠিক মতো দিতে পারবো কী পারবো না। কিন্তু এখানে এসে দেখলাম, পদ্ধতিটি খুবই সহজ। পছন্দের প্রার্থীতে নির্ধারিত মার্কায় ভোট দিতে কোনও সমস্যা হয়নি।

আনোয়ারা বেগম বলেন, আগে এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদে ভোট দিতাম। রাজধানীতে বসবাস করে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার বলতে কেমন যেন শোনায়। এখন সিটি করপোরেশনে ভোট দিয়েছি। ভালোই লেগেছে।

একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঢাকা দক্ষিণ সিটির ৬৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসলাম হোসেন। তিনি ভোট দিতে এসেছেন রাজধানীর ডেমরার কাজলা এলাকার ক্যাপিটাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। শনির আখড়ার কাজিরগাঁওয়ের বাসিন্দা তোফাজ্জেল হোসেন ভোট দিতে এসেছেন, মাতুাইল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তারা উভয়েই জানিয়েছেন, বাসা তালা মেরে ভোট দিতে এসেছেন পরিবার পরিজন নিয়ে।

জানতে চাইলে ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সামসুদ্দিন ভূইয়া সেন্টু জানিয়েছেন, ফলাফল যাই হোক মেনে নেবো-এই মানসিকতা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। এই ওয়ার্ডে আমরা যারা নির্বাচন করছি, তারা একে অপরকে চিনি। ভাই ভাই সম্পর্ক রক্ষা করেই ভোট করছি। এখানে ঝামেলা হওয়ার সম্ভবনা নাই।

৬৪, ৬৫ এবং ৬৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মনিরা চৌধুরী জানিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। ফলাফল এখানকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। তিনি জানিয়েছেন, ওয়ার্ডগুলোয় ভোটের পরিবেশ ছিল উৎসবমুখর।

একই পরিবেশ দেখা গেছে, রাজধানীর ৬৫ নম্বর ওয়ার্ডের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ৬৬ নম্বর ওয়ার্ডের ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসা, ৬৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক-ই- আকবর ইনস্টিটিউট, একই ওয়ার্ডের নতুন পাড়া আদর্শ হাই স্কুল, ৬৪ নম্বর ওয়ার্ডের নিউ হিজাজ আদর্শ উচ্চ বিদ্যালয়, ৬৪ নম্বর ওয়ার্ডের শামীম সিকদার স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ, ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিল উচ্চ বিদ্যালয়, মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়, মাতুয়াইল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্যাপিটাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও।  

 

/এমআর/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দার আটক
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা