X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিদেশেও বইবে ‘ঊনপঞ্চাশ বাতাস’, ব্রিসবেন দিয়ে শুরু

বিনোদন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৮:৪০আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৩৭

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির প্রধান দুই শিল্পী শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ ঢাকা-নারায়ণগঞ্জের আধুনিক প্রেক্ষাগৃহগুলোকে ঘিরে গেল দুই সপ্তাহ ধরে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ভালোই বইছে। সামনের সপ্তাহ (৬ নভেম্বর) থেকে মাসুদ হাসান উজ্জ্বলের এই ছবিটি যুক্ত হচ্ছে খুলনার লিবার্টি আর কক্সবাজারের স্কাই প্রেক্ষাগৃহে।
তবে দেশের খবর ছাপিয়ে নির্মাতা উজ্জ্বলের দৃষ্টি এবার বিশ্বজুড়ে। বাতাসের গতি বেগবান করতে চাইছেন বিদেশে। যার শুরুটা হচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্স অঙ্গরাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মাসুদ হাসান উজ্জ্বল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে আমরা গেল দুই সপ্তাহে যে গতিতে চলেছি, সেটা অব্যাহত রাখবো আরও কয়েক সপ্তাহ। আমাদের কাছে হলের পর্দা, শব্দ আর পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ। সে জন্যই একটি দুটি করে বেছে বেছে হল চূড়ান্ত করছি। তবে আশার কথা, বিদেশ থেকে ছবিটির জন্য আমরা প্রচুর প্রস্তাব পাচ্ছি। যার শুরুটা করছি ব্রিসবেন থেকে। এরপর সিডনি, মেলবোর্ন হয়ে আমরা অতিক্রম করতে থাকবো। তবে সেটিও দেশের মতো করে, ধীরে।’
‘ঊনপঞ্চাশ বাতাস’ ব্রিসবেনের দুটি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ২৮ নভেম্বর। এটি সেখানে পরিবেশন করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচার ইন ব্রিসবেন নামের একটি প্ল্যাটফর্ম।
এদিকে দেশের বেশিরভাগ সিনেমা হল নতুন ছবির সংকটে পড়লেও মাল্টিপ্লেক্সের বাইরে সাধারণ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি না দেওয়া প্রসঙ্গে উজ্জ্বল আগেই বলেন, ‘যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা সকলেই জানেন আমি কতটা নিয়মতান্ত্রিক মানুষ। অব্যবস্থাপনা ও অস্বচ্ছতা আমার পছন্দ নয়। মুশকিল হলো আমাদের দেশের সাধারণ হলগুলো থেকে আয়-ব্যয় হিসাব করার পদ্ধতি অতি সনাতন। দেশব্যাপী মুক্তি দিলে ছবিটির দ্রুত নামডাক হতো এবং সেই ছবি সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেক প্রভাবশালী মনে হতো। আমি ক্ষুদ্র মানুষ, জেনে বুঝে লোকসান করতে রাজি আছি, কিন্তু ফাঁদে পড়ে নয়। তারচেয়ে ভালো, ধীরে ধীরে দেশের অন্য প্রেক্ষাগৃহগুলোতে দিতে চাই ছবিটি।’

ছবিটির গান:


‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছবির গল্পটি প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।
রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন সব্যসাচী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল