X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দ.আফ্রিকায় নিহত দুই বাংলাদেশির একজন ঠাকুরগাঁওয়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ১৯:৫১আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৫১

দক্ষিণ আফ্রিকায় নিহত আব্দুর রহমান

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়াও আরও এক বাংলাদেশি যুবক এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং এলাকায় স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম আব্দুর রহমান ও ইমন। এরমধ্যে আব্দুর রহমানের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর কাশিবাড়ী গ্রামে। ইমন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় দক্ষিণ আফ্রিকা থেকে প্রকাশিত সাউথ বাংলা নামে একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে প্রচারিত খবরে এ তথ্য জানানো হয়। সেখানে অভিযোগ করা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জের ধরে তাদের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গুলি করে হত্যা করানো হয়। এ ঘটনার পেছনে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ জড়িত।

ওই ফেসবুকে ওই সংবাদ ও ছবি দেখে নিহত আব্দুর রহমানকে শনাক্ত করেছেন তার বড় ভাই কামাল হোসেন।

বুধবার দুপুরে আব্দুর রহমানের ভাই কবির বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন।

সাউথ বাংলার ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ

কবির ও তার স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সাউথ বাংলা নামের একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে আমাদের ভাই আব্দুর রহমানের মৃত্যু সংবাদ দেখতে পান বড় ভাই কামাল হোসন। এরপর আমরা জানতে পারি এ ঘটনায় আমার ভাইসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইমন নামে আরেক যুবক নিহত এবং রুবেল নামে এক যুবক গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে ইমনের পরিবার সদস্যদের সঙ্গে কথা হয়েছে বড় ভাইয়ের। আমরা এখন লাশ ফেরত পাওয়ার জন্য যোগাযোগ রাখছি।

তিনি বলেন, জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর আপন ভাইয়ের এমন মৃত্যু সংবাদ শোনা ভীষণ কষ্টকর। এমন ঘটনা যেন আর কারও জীবনে না ঘটে।

দক্ষিণ আফ্রিকায় থাকা কয়েকজন বাংলাদেশী প্রবাসীর বরাত দিয়ে নিহত  আব্দুর রহমানের পরিবার জানায়,  দীর্ঘদিন থেকে ব্যবসায়িক কারণে দুই গ্রুপ বাংলাদেশির মধ্যে  সেখানে দ্ব›দ্ব চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে  বেশ কয়েকবার মীমাংসা করতে ব্যর্থ  হলে সেখানকার বাংলাদেশ কমিউনিটির মাধ্যমে তারা দ্বারস্থ হয়েছিল দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও সমাধান দিতে পারেনি দূতাবাস।

নিহত আব্দুর রহমানের ভাই কবির আরও জানান, আমার ভাই দীর্ঘ ৭ বছর যাবত দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। আমরা মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর পেয়েছি। তবে কী কারণে এমন হত্যাকাণ্ড হয়েছে তার বিস্তারিত বিষয় এখনও জানি না। তবে এমন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনায় স্থানীয় আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডোঙ্গা বলেন, তারা গ্রামের মানুষ , ঠিকভাবে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ করে উঠতে পারছেন না। লাশ ফেরত পেতে হলে বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা দরকার।

জানা গেছে, আব্দুর রহমানের পরিবারে ১৫ জন সদস্য রয়েছে। ৯ ভাই, ৪ বোন ও বাবা- সৎ মা। তিনি অবিবাহিত ছিলেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম বলেন, আমরা একজনের কাছে টেলিফোনে এ ব্যাপারে জানতে পেরে বালিয়াডাঙ্গীর ইউএনও মো. যোবায়ের হোসেনকে ব্যবস্থা নিতে বলেছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসের সাথে সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন