X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও আদর্শবান রাষ্ট্রপ্রধান: রেজাউল করিম

পিরোজপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ১৯:৫৫আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২০:৩৯

বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৎ ও আদর্শবান রাষ্ট্রপ্রধান। তিনি সব সময় দেশের ও দেশের মানুষের কল্যাণের চিন্তায় নিয়োজিত থাকেন। তিনি ও তার পরিবারের কোনও সদস্য ন্যূনতম কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি পছন্দ করেন না। তাই তার নির্দেশে দুর্নীতিবাজ দলীয় নেতাকর্মীসহ কর্মকর্তাদের স্থান হচ্ছে জেলখানা। এখন দেশের কেউ দুর্নীতি করে মাফ পাচ্ছেন না। বিএনপি সরকারের আমলে ব্যাপক দুর্নীতি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলেরা দণ্ডপ্রাপ্ত হয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দুটি চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজমুল হুদা স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দুর্নীতি করে কেউই মাফ পাবেন না। তাই সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। শিক্ষার্থীসহ নিজ নিজ সন্তানদের আদর্শ শিক্ষা দিন। সন্তান যেন মাদকাসক্ত ও চরিত্রহীন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্কুল-কলেজের অতীতের নিয়োগ বাণিজ্যের ইতিহাস ভুলে যান। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে তার আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি করি না। কারও দুর্নীতি সহ্যও করবো না।

মন্ত্রী এদিন উপজেলার দীর্ঘার লেবুজিলবুনিয়া সড়ক, উত্তর-পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাকাডেমি ভবন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দুটি ভবন, বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন ও মুনিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া বিকালে মন্ত্রী লেবুজিল বুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার রায়, জেলা শিক্ষা প্রকৌশলী প্রতিভা রানী, জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহামুদ খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ। 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!