X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জামদানি শিল্প রক্ষার লক্ষ্যে ই-কমার্স সাইটের পথচলা শুরু

লাইফস্টাইল ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ১৯:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:১৯

আন্তর্জাতিক বহুমুখী সংস্থা ‘ইফাদ’ এর তত্ত্বাবধানে জামদানি শিল্প রক্ষায় ‘বৈচিত্র্যময় জামদানি পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক প্রকল্প শুরু হয়েছে নভেম্বরে। পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেইস) প্রকল্পের আওতাধীন ভ্যালু চেইন উন্নয়ন প্রোগ্রামের অন্তর্গত উপ-প্রকল্প এটি। প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশন এবং সমকালীন শিল্পকেন্দ্র যথাশিল্প। প্রকল্পের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করা ‘কিনমু ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক পিদিম ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ একটি কোম্পানির অধীনে ই-কমার্স সাইট তৈরি করা হয়েছে (kinmu.com.bd), যার মাধ্যমে ন্যায্য মূল্যে গুণগত মানের জামদানি পণ্য তাঁতিদের কাছ থেকে সরাসরি ক্রেতাদের হাতে সহজে পৌঁছে দেওয়া হবে। এটি প্রকল্প পরবর্তী পরিস্থিতিতে একটি টেকসই এবং ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিদ্যমান থাকবে।

জামদানি শিল্প রক্ষার লক্ষ্যে ই-কমার্স সাইটের পথচলা শুরু

এই লক্ষ্যকে সামনে রেখে ভার্চুয়াল মিডিয়া জুম এর মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটটির উদ্বোধন করেন পিকেএসএফ এর সিনিয়র মহা-ব্যবস্থাপক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুন ব্যানার্জী। প্রকল্পের মার্কেট লিংকেজ অফিসার শিবলী নোমানী আফছারীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক হুমায়ূন কবির সেলিম, পিদিম ফাউন্ডেশনসহ কিনমু ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির সকল বোর্ড পরিচালকবৃন্দ, বিশিষ্ট কারু ব্যক্তিত্ব ও বাংলা ক্র্যাফট এর প্রতিষ্ঠাতা মালেকা খান ও পিদিম ফাউন্ডেশনের  সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পিদিম ফাউন্ডেশনের পক্ষে প্রকল্প প্রধান ও সংস্থার সিনিয়র পরিচালক (কার্যক্রম)  হুমায়ূন কবির সেলিম প্রকল্পের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং অগ্রগতি সম্পর্কে সকলকে অবহিত করেন। বিভিন্ন পর্যায়ের বক্তব্যে বক্তারা তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখতে বিকল্প বাজার ব্যবস্থাপনা হিসেবে ডিজিটাল পদ্ধতি অর্থাৎ ই-কমার্স এবং এফ-কমার্সের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। জামদানি শিল্পে সুদীর্ঘ ৪০ বছরেরও অধিক সময় ধরে বিচরণ করার অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট কারু ব্যক্তিত্ব মালেকা খান তার বক্তব্যে ঐতিহ্য ধরে রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি রপ্তানিযোগ্য চাহিদা সম্পন্ন পশ্চিমা পোশাক তৈরির কথা উল্লেখ করেন। প্রধান অতিথি ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের জামদানি শিল্পের বৈশ্বিক অবস্থান তুলে ধরে যথাযথ সমন্বয়ের মাধ্যমে বৈচিত্র্যময় জামদানি পণ্য তৈরি প্রক্রিয়া বৃদ্ধি ও এর বাজার সম্প্রসারণের  ওপর গুরুত্ব আরোপ করে প্রকল্পের ই-কমার্স সাইট কিনমু.কম.বিডি এর উদ্বোধন ঘোষণা করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী