X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

অ্যাথলেটিকস ট্র্যাকে আকরাম-সুমাইয়ার দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২০, ২০:২৯আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:৩৩

আকরাম ও সুমাইয়া: অনূর্ধ্ব-১৯ অ্যাথলেটিকসে দুই সেরা দিনের শুরুতে লংজাম্পে সোনা জিতেছেন আকরাম হোসেন। বিকেলে ছিল তার ১০০ মিটার স্প্রিন্টের লড়াই। সেখানেও সফল যশোরের তরুণ অ্যাথলেট। ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বিভাগে সোনালি সাফল্যে ভাস্বর আকরাম।

শুক্রবার আকরাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিভাগের দ্রুততম মানব হতে সময় নেন ১০.৯০ সেকেন্ড। অন্যদিকে একই বিভাগে ১২.৮০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের মধ্যে সেরা হয়েছেন মানিকগঞ্জের সুমাইয়া দেওয়ান। আকরাম হোসেন সবেমাত্র এসএসসি পাশ করেছেন। তার মূল ইভেন্ট লংজাম্প। সকালে লংজাম্পে ৭.০৮ মিটার দূরত্বে লাফিয়ে সোনা জেতেন। বিকেলে ১০০ মিটার স্প্রিন্টও সফল।

দৌড় শেষ করেই আকরাম তার অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘করোনাভাইরাসের কারনণে খুব বেশি অনুশীলন করতে পারিনি। লকডাউন ছিল। তাই সর্বশেষ তিনমাস কোচ নিবাস হালদারের তত্বাবধানে অনুশীলন করেছি। তাতেই সফল হয়েছি। এখন সিনিয়রদের প্রতিযাগিতায় অংশ নিয়ে সফল হতে চাই।’

এদিকে সুমাইয়া দেওয়ান এবার বিকেএসপির অংশ না নিয়ে নিজের জেলা মানিকগঞ্জের হয়ে খেলতে এসেছেন। জুনিয়র বিভাগে টানা তিনবার সেরার মুকুট উঠলো তার মাথায়। আগের দু’বার ছিলেন বালিকা বিভাগে, এবার কিশোরী বিভাগে। সুমাইয়ার কথা, ‘এবারের আসরে চালেঞ্জ ছিল। যদিও করোনার জন্য অনুশীলন ভাল ছিল না। গ্রামে ঘাসের মাঠে অনুশীলন করেছি। তাছাড়া ছেড়া ট্র্যাকে দৌড়ানো একটু ঝুঁকিপূর্ণই মনে হয়েছে।’ সুমাইয়া আরও যোগ করেন, ‘বিকেএসপি থেকে জেলার হয়ে খেলার অনুমোদন দিয়েছে বলেই খেলতে পেরেছি। ভবিষ্যতে জাতীয় সিনিয়র বিভাগে খেলার পাশাপাশি সাউথ এশিয়ান (এসএ) গেমসে খেলার আশা রয়েছে। বাকিটা নিজের পারফরম্যান্সের উপর নির্ভর করছে।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন