X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুশান্তের ছবি ফিরিয়েছেন কঙ্গনাও!

বিনোদন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১৯:২৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:৩৯

সুশান্তের ছবি ফিরিয়েছেন কঙ্গনাও! বলিউডের ‘স্বজন পোষণ’ নিয়ে শুরু থেকে এখনও সোশ্যাল মিডিয়ায় একাই যুদ্ধ করে চলেছেন কঙ্গনা রনৌত! বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের বিস্ময়কর মৃত্যুর পর থেকে কঙ্গনার কণ্ঠে আগুন লেগেছে। যে আগুনে ছাই হচ্ছে বলিউডের প্রভাবশালী ব্যক্তি থেকে পরিবার।
তবে সাম্প্রতিক একটি তথ্য বীরের মঞ্চ থেকে সোজা খাদে ফেলে দিলো ভারতের পদ্মশ্রী পদক পাওয়া এই অভিনেত্রীকে। খবর মিলেছে, সুশান্তর সঙ্গে সিনেমার প্রস্তাব পেলেও সেটি তিনি করেননি নানা অজুহাতে। এই অভিনেত্রী ফিরিয়ে দিয়েছেন হোমি আদাজানিয়া নামের ঐ নির্মাতাকে। যিনি কঙ্গনা-সুশান্তকে নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।
ঘটনাটি ২০১৬ সালের।
ঘটনার চার বছর পর সেই খবরটি এবার ভেসে উঠলো ভারতীয় গণমাধ্যমে। টাইমস অব ইন্ডিয়া জানায়, কঙ্গনা তখন ব্যস্ত ছিলেন সাইফ আলি খান ও শহিদ কাপুরকে নিয়ে ‘রেঙ্গুন’ ছবির সেটে। ফলে তখন সুশান্ত আর ইরফান খানকে গুরুত্ব দিতে চাননি বলিউডের এই অভিনেত্রী। যদিও সুশান্তর মৃত্যুর পর প্রায় প্রতিদিনই কঙ্গনা বলছেন, ‘এটা আত্মহত্যা নয়, হত্যা। বলিউডের অবহেলা ও স্বজন-পোষণের মাধ্যমে সুশান্তকে তিল তিল করে হত্যা করা হয়েছে।’
এদিকে সুশান্ত-ইরফানকে কঙ্গনার ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র পিটিআইকে বলেছে, “নির্মাতা হোমি আদাজানিয়া কঙ্গনার কাছে গল্পটি শেয়ার করেছেন। গল্প পছন্দও হয়েছে কঙ্গনার। কাস্টিংয়ের কথাও জানলেন নির্মাতা। তবে ‘রেঙ্গুন’-এর পরে হংসল মেহতার একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন- এই কারণ দেখিয়ে কঙ্গনা হোমি-সুশান্তর প্রস্তাব থেকে সরে দাঁড়ান।”
জানা গেছে, কঙ্গনা রনৌত ছবিটি বাতিল করার পর সেটি আর শুটিং ফ্লোরে গড়ায়নি।
আর এই বিষয়টি কঙ্গনা বিরোধীরা এখন ভালোই কাজে লাগাচ্ছে। বলছে, সুশান্তর অকালমৃত্যুর পেছনে হাত রয়েছে কঙ্গনারও!
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা