X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তিন `আলী’র সৌজন্যে ঢাকার দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ২১:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:১৯

ব্যাটিংয়ে ঢাকার ইয়াসির আলী ও আকবর আলী                              -বিসিবি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুরুটা একদমই ভালো হয়নি বেক্সিমকো ঢাকার। তবে শেষ দুটি ম্যাচ জিতে শক্তভাবেই ফিরে এসেছে মুশফিকের দল। আগের ম্যাচে বরিশালকে ৭ উইকেট হারানো ঢাকা শুক্রবার জিতেছে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষেও। ঢাকার ১৭৫ রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ১৫০ রানে থামে রাজশাহী। ২৫ রানের জয়ে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে ঢাকা।

এমন জয়ের পেছনে তিন ‘আলী’ রেখেছেন বড়  ভূমিকা। ব্যাটিংয়ে আকবর আলী (অপ: ৪৫), ইয়াসির আলী (৬৭) এবং বোলিংয়ে মুক্তার আলীর ৪ উইকেট ঢাকাকে ম্যাচ জিতিয়েছে। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আগে ব্যাটিং করে ঢাকা ১৭৫ রানের বড় স্কোর পায়। কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে রাজশাহী। তবে ১৫ রানে শুরুর তিন ব্যাটসম্যানকে হারানো রাজশাহীর চোখে জয়ের স্বপ্ন একটু হলেও ফিরিয়ে এনেছিলেন রনি তালুকদার ও ফজলে মাহমুদ। তবে তারা আউট হতেই সেই স্বপ্ন ফিকে হতে সময় লাগেনি বেশি। চতুর্থ উইকেটে ফজলে মাহমুদ ও রনি তালুকদার মিলে স্কোরবোর্ডে জমা করেন ৬৭ রান। রনি ২৪ বল খেলে ১ চার ও ৩ ছক্কায় নিজের নামের পাশে যোগ করেন ৪০ রান। তার বিদায়ের পর ফজলে মাহমুদ আক্রমণ চালিয়ে যেতে থাকেন। তবে অন্যপ্রান্তের ব্যাটসম্যানের ওপর চাপ বাড়তে থাকে। সেই চাপেই শেষ পর্যন্ত ৫৮ রান করে আউট হন মাহমুদ। ৪০ বল থেকে মাহমুদ তার ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৩ ছক্কায়। তার আউটের পর রাজশাহীর পরাজয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অবশ্য ফরহাদ রেজা এক ওভারে দুটি ছক্কা মেরে একবার আলোর ঝলকানি দেখিয়েছিলেন। তবে ৪ বলে ১৪ রান করে বিদায় নিলে সেই আলোটাও নিভে যায় দপ করে। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে ১৫০ রানে অলআউট হয় নাজমুলের দল।

ঢাকার বোলারদের মধ্যে ৩৭ রান খরচায় ৪ উইকেট নেন মুক্তার আলী। শফিকুল ইসলাম ৩১ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। রুবেল হোসেন ১৫ রানে ২টি এবং রবিউল ইসলাম ১৭ রানে নেন ১ উইকেট। এর আগে টসে হেরে আগে ব্যাটিং করা ঢাকা ২০ ওভারে ১৭৫ রান করে ৫ উইকেটে। শুরুটা অবশ্য একদমই ভালো ছিল না মুশফিকের দলের। আজও দলের টপ অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ঢাকার ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গে নামানো হয় নাঈম হাসানকে। দুজনই ব্যর্থ হয়েছেন। প্রথম ওভারে ব্যক্তিগত ১ রানে মেহেদী হাসানের শিকার হন নাঈম হাসান । নাঈম শেখে ১৯ বল খেলে করেছেন মাত্র ৯ রান। এরপর অধিনায়ক মুশফিক দলের ইনিংস গড়তে ছোট ছোট জুটি গড়েন। দলীয় ৬৪ রানে মুশফিকের আউটের পর বড় স্কোর হওয়া নিয়ে শঙ্কা জন্মেছিল ঢাকার। কিন্তু ইয়াসির আলী ও আকবর আলীর চওড়া ব্যাটে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে ঢাকা। ৩৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ইয়াসির আলী ৬৭ রানের ইনিংস খেলেছেন। অন্যদিকে আকবর আলী ২৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন।

রাজশাহীর বোলারদের মধ্যে ৩৮ রানে দুই উইকেট নিয়ে সবচেয়ে সফল মুকিদুল। এছাড়া আরাফাত সানি, মেহেদী হাসান ও ফরহাদ রেজা একটি করে উইকেট নিয়েছেন। 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন