X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অ্যান্টিজেন টেস্ট: ১১ জনের নমুনা সংগ্রহ মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৪৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:০৫





মুন্সীগঞ্জ জেলায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট মুন্সীগঞ্জ জেলায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এই টেস্ট শুরু করা হয়। বেলা ২টা পর্যন্ত মোট ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়।

জেলারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট মো. শহিদুল ইসলাম জানান, ‘গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে ৫০০ টেস্ট কিট পাঠানো হয়েছে। আজ শনিবার সাড়ে ১০টা থেকে টেস্টের কার্যক্রম শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ১০০ টাকা করে চার্জ নেওয়া হচ্ছে।  আজ এই পর্যন্ত ১১ জনের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে।’

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ড. আবুল কালাম আজাদ জানান, ‘সারাদেশে ৬৪ জেলার মধ্যে ১০ টি জেলায় অ্যান্টিজেন টেস্ট করা শুরু হয়েছে। যে সব জেলায় পিসিআর টেস্টের ব্যবস্থা নেই সে সব জেলার মধ্য থেকে ১০ জেলা নির্বাচন করা হয়েছে। এই টেস্টের মাধ্যমে রোগীদের দ্রুত সময়ে ফলাফল দেওয়া যাবে। যদি পজিটিভ হয় তাহলে এখান থেকেই রোগীদের জানিয়ে দেওয়া হবে। আর যদি ফলাফল নেগেটিভ হয় তাহলে নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। ঢাকার পরীক্ষার ফলাফল নিশ্চিত হয়ে রোগীকে জানানো হবে। ফলাফল ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।’ মুন্সীগঞ্জ জেলায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট

উল্লেখ্য, অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে দেখা হয় বর্তমানে রোগীর শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা। শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের দ্রুততম টেস্ট হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। শরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লাজমা আলাদা করে একটি কিটের মাধ্যমে ভাইরাস শনাক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিজেন টেস্ট। অর্থাৎ কারও মধ্যে ভাইরাসটি অবস্থান করলে অ্যান্টিজেন টেস্টে পজিটিভ আসবে। অ্যান্টিজেন থাকা মানে সে ভাইরাসে আক্রান্ত। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষা-করোনার র‌্যাপিড টেস্ট নামেও পরিচিত। সরকার অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিলেও অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেয়নি। অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জানা যায়, করোনা থেকে যারা সুস্থ হয়েছেন তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা।

আজ শনিবার থেকে প্রাথমিকভাবে দেশের ১০টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। জেলাগুলো হচ্ছে, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেট। এরমধ্যে সিলেট ছাড়া বাকি জেলাগুলোর সদর হাসপাতালে এই টেস্ট করা যাবে। আর সিলেটে অ্যান্টিজেন টেস্ট হবে শহীদ শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!