X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন বছরে কেমন বাংলাদেশ চায় আওয়ামী লীগ?

মাহবুব হাসান
২৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৬:২১

আওয়ামী লীগ করোনার ডামাডোলেই কেটে গেল ২০২০। আসছে ২০২১। আর তাই নতুন বছরে যাবতীয় সমস্যা ও কোভিড-মুক্ত বাংলাদেশ দেখতে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধান ও প্রাণোচ্ছ্বল উৎসবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও পালন করতে চায় দলটি। করোনার কারণে মুজিববর্ষের যেসব অনুষ্ঠান করা যায়নি সেগুলো সম্পন্ন করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগ।


দলের শীর্ষ নেতারা বলছেন, গত এক দশকে দেশে যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড চলেছে, করোনার কারণে তাতে কিছুটা বাধা পড়েছে। তবে বছরের শেষ দিকে এসে আবার পূর্ণ উদ্যমে উন্নয়নকাজ চলছে। এই ধারায় আরও গতি আনতে চান তারা। তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। এখন অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে হবে। দেশ থেকে অপশক্তি দূর করতে হবে।
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদ্মা সেতু দৃশ্যমান। আনুষাঙ্গিক অন্যান্য কাজ শেষ করতে হবে। এই সেতু উদ্বোধন হলে দক্ষিণাঞ্চলের ২৯ জেলার মানুষের সামনে নতুন দিগন্ত উম্মোচন হবে। পুরো দেশের মানুষ এর সুফল ভোগ করবে। পাশাপাশি অন্যান্য মেগাপ্রজেক্ট এবং গ্রামের উন্নয়নে যেসব প্রকল্প চলছে সেগুলো সম্পন্ন করার প্রতি মনোযোগ দেওয়া হবে।’
তার মতে, বাংলাদেশ সরকার করোনা মহামারি খুব ভালোভাবে মোকাবেলা করেছে। যার স্বীকৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দিয়েছে। এই অবস্থা অব্যাহত রাখার পাশাপাশি যত দ্রুত সম্ভব ভ্যাকসিন এনে কোভিড পুরোপুরি নির্মূল করতে কাজ করবেন তারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশবাসীর প্রতি আওয়ামী লীগের অঙ্গিকার হলো অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির দেশ গড়ে তোলা। গণতন্ত্রকে আরও বিকশিত করা। দেশের মানুষকে একটি শান্তিপূর্ণ দেশ উপহার দেওয়া। এসব লক্ষ্য সামনে রেখেই আওয়ামী লীগ ২০২১ সালে কাজ করবে।’
অবশ্য আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন মনে করেন, আওয়ামী লীগে নতুনত্বের কিছু নেই। পুরাতন ধারাকেই ধারণ করে অধিকতর গণমুখী করে দল ও সরকারকে এগিয়ে নেওয়াই হবে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। কেননা দলের ঘোষণাপত্র এবং নির্বাচনি ইশতেহারে কর্মপরিকল্পনা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। উন্নয়ন-সমৃদ্ধি একদিনের বিষয় নয়। এটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। সেটা মাথায় রেখে দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে গত কয়েক বছর ধরেই কাজ চলছে। অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এখন সেগুলোকে বেগবান করে দ্রুত বাস্তবায়ন করায় মনযোগী হতে হবে। তা হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ