X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৪৬ হাজার অ্যাপ সরালো অ্যাপল

দায়িদ হাসান মিলন
৩১ ডিসেম্বর ২০২০, ২১:৪৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

অ্যাপল অ্যাপ স্টোরের চীনা সংস্করণ থেকে হাজার হাজার অ্যাপ সরিয়ে নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।  নতুন বছর শুরু হওয়ার আগ মুহূর্তে এসব অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া অ্যাপের বেশিরভাগই ছিল গেমস।

গবেষণা প্রতিষ্ঠান কিমাই’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, নতুন বছর শুরু হওয়ার আগের দিন নিজেদের স্টোর থেকে অন্তত ৪৬ হাজার অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল।  এর মধ্যে ৮৫ শতাংশ ছিল গেমিং অ্যাপস।

এ সম্পর্কে নাগরিক অধিকার কর্মীরা বলছেন, ৩১ ডিসেম্বর বেঁধে দেওয়া সময়ের মধ্যে কী কারণে অন্য কিছু অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে, সে সম্পর্কে প্রতিষ্ঠানটির (অ্যাপলের) আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন।  অবশ্য এটি স্থানীয় নীতির সঙ্গে সম্পর্কিত বলে আগেই জানিয়েছিল অ্যাপল।

অ্যাপস সরিয়ে নেওয়া সম্পর্কে মার্কেট রিসার্চ ফার্ম সেন্সর টাওয়ার’র বিশ্লেষক ক্রেগ চ্যাপেল বলেন, ‘চীনে বিভিন্ন অ্যান্ড্রয়েড স্টোরের ক্ষেত্রে যে নিয়ম-কানুন বাস্তবায়ন করা হয়েছে, অবশেষে সেসব নিয়ম-কানুন মানতে যাচ্ছে অ্যাপল।  তারা হয়তো চীনা কর্তৃপক্ষের চাপ অনুভব করেছে।  চীনারা গত কয়েক বছর ধরে এসব নিয়ম-কানুন বাস্তবায়ন করছে।’

প্রসঙ্গত, চার বছর আগে গেমিং অ্যাপস সম্পর্কিত একটি আইন প্রণয়ন করে চীন।  ওই আইনে বলা আছে, দেশটিতে কোনও ধরনের গেমিং অ্যাপস বিক্রি করতে হলে সেগুলোর অবশ্যই অফিশিয়াল লাইসেন্স নম্বর লাগবে।  ওই আইনের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের জন্য ভোক্তাদের কাছে সরাসরি গেম বিক্রি নিষিদ্ধ করা হয়। এক্ষেত্রে গেম বিক্রি করতে বিদেশি প্রতিষ্ঠানের জন্য স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিধান রাখা হয়।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ