X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু এখন শঙ্কামুক্ত

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ১৪:০৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৬:১৩

ম্যাসিভ হার্ট অ্যাটাক করে শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন স্বনামধন্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু।

শনিবার (৯ জানুয়ারি) সকাল নাগাদ তার শরীরের অবস্থা আপাতত শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল সূত্র ও পরিবারের পক্ষ থেকে। শুক্রবার রাতেই চিকিৎসকরা জানান, তার হার্টে দুটি ব্লক রয়েছে। যার একটি শতভাগ, অন্যটি ৭০ ভাগ। এরমধ্যে শতভাগ ব্লক থেকে মুক্ত হওয়ার জন্য একটি রিং পরানো হয়েছে রাতেই। রাখা হয়েছে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

ফোয়াদ নাসের বাবুর ঘনিষ্ঠজন গীতিকবি গুঞ্জন রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘রিং পরানোর পর চিকিৎসকরা জানিয়েছেন বাবু ভাই এখন মোটামুটি শঙ্কামুক্ত। তবে এখানে নিবিড় পরিচর্যার বিষয় রয়েছে। আর ৭০ ভাগ যে ব্লকটা, সেটি ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হবে। তবে সেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।’

ফোয়াদ নাসের বাবুর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়, কেউ যেন হাসপাতালে গিয়ে ভিড় না করেন, কারণ এতে রোগীর ক্ষতির কারণ বেড়ে যায়। সবার কাছে রোগ মুক্তির জন্য তারা দোয়া চেয়েছেন।

দেশের অন্যতম ভার্সেটাইল সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। ৭০ দশকের ব্যান্ড ফিডব্যাক-এর প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এখনও এই দলটিকে বাঁচিয়ে রেখেছেন তার অসাধারণ সুর, সংগীত ও নেতৃত্বগুণে।

তিনি ব্যান্ড পরিচালনার পাশাপাশি স্বাধীন সংগীত পরিচালক হিসেবে টানা ৫ দশক কাজ করে চলেছেন জিজ্ঞেল, নাটক, অডিও ও চলচ্চিত্রে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা